উদ্দেশ্য,
প্রান্তিক পর্যায়ের খামারিরা, সঠিক ইনফরমেশন না জানার কারণে লছের সম্মুখীন হচ্ছে, এই ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যটা হয়েছে সঠিক ইনফরমেশন দেওয়া, আর ইউটিউবে চটকদার ভিডিও দেখে, লক্ষ লক্ষ টাকা লাভ দেখে, কেউ এই সেক্টরে বড় ধরনের ইনভেস্ট করবেন না, সঠিক ভাবে দেশি মুরগি পালন করতে পারলে, লস হওয়ার কোন সম্ভাবনা নাই, আমার চার বছরের অভিজ্ঞতায়, কখনোই দেশি মুরগি পালন করে লস এর সম্মুখীন হয়নি, একমাত্র আমার অভিজ্ঞতার কারণে।
ইনফরমেশন এর সাথে সাথে আমরা খামার করার নির্দেশাবলীও দিয়েছি, যা অনুসরণ করে কেউ দেশি মুরগি পালন শুরু করতে পারবেন। এছাড়াও আমরা দেশি মুরগি পালন এর সাথে সাথে এই কাজে সহায়তা করব।
যেমন যদি কেউ দেশি মুরগি পালন করতে শুরু করে তার কাছে সঠিক উপকরণ, খাদ্য ও ওষুধ প্রদান করব। তাদের কাছে ট্রেনিং প্রদান করে সঠিক করণীয় দেখাব।
তাছাড়া, আমরা সব সময় প্রস্তুত থাকব প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য।
ইনকিউবেটর সহ পণ্য কিনতে ভিজিট করুন: shakilfarming.com
SHAKIL FARMING
❖━ আমার ৬ লক্ষ পরিবার ─━❖
কখনো ভাবিনি ফেসবুকে এত দূর যাব, কিন্তু আজ ৬ লক্ষ ফলোয়ার—এই উচ্চতা সম্পূর্ণ আপনাদের।
আপনারা না থাকলে এই পেজ এত বড় হতো না। তাই এবার আমি চাই আপনাদের জন্য কিছু করতে।
🎯 ডিসেম্বর মাসে
• সবচেয়ে বেশি লাইক, কমেন্ট, শেয়ার + টপ-ফ্যান ব্যাজ ধরে রাখা ৫০ জনকে সরাসরি খামারে ইনভাইট।
• প্রতি সপ্তাহে এনগেজমেন্ট চার্টের টপ-২ কে বোনাস ট্রিপ।
• হাতে-কলমে শিখবেন: নতুন ঘর-খাঁচা সেটআপ, দৈনিক ম্যানেজমেন্ট, কোথায় ভুল হয়, কীভাবে লাভ বাড়ায়।
📈 পয়েন্ট বাড়ে যেসব কাজে
👍 লাইক | 💬 কমেন্ট | ↗️ শেয়ার
📍 পেজ ভিজিট | 📺 লাইভ রিঅ্যেক্ট
✅ যার যেটা প্রাপ্য, সে সেটাই পাক—এটাই আমার নিয়ম।
তাই একটিভ থাকুন, সংযুক্ত থাকুন; ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার নামই দেখবেন ইনভাইট লিস্টে! ❤️
🚀 কিভাবে ইনভাইট পাবেন?
১. প্রতি পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করুন।
২. লাইভে এসে রিঅ্যাক্ট করুন, কমেন্ট করুন।
৩. পেজ রেগুলার ভিজিট করুন।
৪. টপ-ফ্যান ব্যাজ ধরে রাখার চেষ্টা করুন।
প্রতি শুক্রবার রাতে পাবলিকলি টপ-এনগেজড লিস্ট দেবো।
যার নাম ওপরে থাকবে, তার ইনবক্সে ইনভাইট লিংক চলে যাবে।
তাই অটো-ফলো অফ রাখবেন না, ইনবক্স চেক করতে ভুলবেন না!
1 month ago | [YT] | 97
View 6 replies
SHAKIL FARMING
যত পরিশ্রম, তত সফলতা
2 months ago | [YT] | 180
View 4 replies
SHAKIL FARMING
আলহামদুলিল্লাহ! 🙏
আজ Shakil Farming ফেসবুক পেইজে ৫ লাখ ফলোয়ার সম্পূর্ণ হয়েছে।
এটা শুধু একটা সংখ্যা না — এটা আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর সহযোগিতার ফল।
আমি কৃতজ্ঞ প্রতিটি ফলোয়ার, ভক্ত আর খামারি ভাইদের প্রতি, যারা নিয়মিত আমাদের কনটেন্ট দেখে, শেখে, আর নিজের খামারে কাজে লাগায়।
Shakil Farming সবসময় চেষ্টা করে —
👉 খামারিদের জন্য বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে দিকনির্দেশনা দিতে
👉 মুরগি, হাঁস, গরু, ছাগল ও কৃষির উন্নয়নমূলক তথ্য শেয়ার করতে
👉 এবং বাংলাদেশের খামারি সমাজকে আরও সচেতন ও প্রযুক্তিনির্ভর করতে
আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে ইনশাআল্লাহ সামনে আরও অনেক কিছু করতে পারব।
ধন্যবাদ সবাইকে ❤️
– Shakil Farming
2 months ago | [YT] | 243
View 13 replies
SHAKIL FARMING
আমরা ইলেকট্রিক ফেন্সের জন্য সতর্কীকরণ বোর্ড বানাচ্ছি ⚡️
আপনার মতে কোন কালারটা বেশি চোখে পড়বে আর ইফেক্টিভ হবে? 🔴 লাল নাকি ⚫ কালো?
কমেন্টে জানান ✍️”
3 months ago | [YT] | 85
View 13 replies
SHAKIL FARMING
🚍 সিলেট উদ্দেশ্যে রওনা দিলাম...
ইনশাআল্লাহ গোয়ালাবাজার, বিশ্বনাথ ও সিলেট সদর পর্যন্ত
ইলেকট্রিক ফেন্স ইন্সটলেশনের ভিজিট থাকবে।
যারা আমার সাথে দেখা করতে চান,
চাইলেই দুপুরের লাঞ্চ পানসিতে করতে পারেন আমার সাথে।
🍴 দাওয়াত রইলো ❤️
👉 অনেকেই আমাকে বলেন একবার সামনাসামনি দেখা করতে চান—
তাদের জন্য আজকের যাত্রা হতে পারে সুযোগ।
4 months ago (edited) | [YT] | 87
View 4 replies
SHAKIL FARMING
এক সময় আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে খামারীদের মুরগি পালনের প্রশিক্ষণ দিতাম।
নতুন মানুষের সাথে মিশতে, তাদের অভিজ্ঞতা শুনতে, আর নিজের জ্ঞান শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু প্রায় এক বছর ধরে প্রশিক্ষণ প্রোগ্রাম বন্ধ থাকায় সেই ভ্রমণ আর অভিজ্ঞতা হচ্ছিল না।
এখন আবার নতুনভাবে শুরু—
👉 আমি ইলেকট্রিক ফেন্স সার্ভিস শুরু করেছি, যেটা সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে।
👉 ইনস্টলেশনের জন্য আমাকে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, আর এই যাত্রাগুলো আমাকে পুরোনো দিনের মতই নতুন অভিজ্ঞতা দিচ্ছে।
আজ রাতে আমি যাচ্ছি—
📍 সিলেট জেলা
📍 গোলাপগঞ্জ
📍 বিশ্বনাথ
📍 সিলেট সদর
ইলেকট্রিক ফেন্সের চাহিদা দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। খামার, বাড়ি বা ফ্যাক্টরি—সব জায়গায় এখন মানুষ নিরাপত্তার জন্য এগিয়ে আসছে।
🙏 দোয়া করবেন, যেন এই যাত্রার মাধ্যমে মানুষের জন্য আরও উপকারী কিছু করতে পারি।
4 months ago | [YT] | 57
View 1 reply
SHAKIL FARMING
🐀 মুরগি কি কি রোগ-বালাই হয় ইঁদুরের কারণে?
ইঁদুর শুধু খাবার নষ্টই করে না, খামারে নানা ধরনের রোগও ছড়ায়। যেমন:
সালমোনেলা (Salmonella): ডিম ও মুরগির শরীরে ছড়িয়ে পড়ে, মানুষকেও সংক্রমিত করতে পারে।
E.coli (একলাই): মুরগির হজমতন্ত্রে সমস্যা তৈরি করে, বিশেষ করে বাচ্চার ডায়রিয়া বাড়ায়।
লেপ্টোস্পাইরোসিস (Leptospirosis): ইঁদুরের মূত্র থেকে ছড়িয়ে মারাত্মক রোগ সৃষ্টি করে।
পাখির ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগ: ইঁদুর এক খামার থেকে আরেক খামারে ভাইরাস ছড়িয়ে দেয়।
---
⚠️ খামারে ইঁদুর থাকলে কী কী সমস্যা হয়?
১️⃣ খাদ্য নষ্ট ও অপচয়
খাবারের পাত্র থেকে খাবার খায়।
খাবারের উপর হাঁটে, মল-মূত্র ত্যাগ করে খাবার দূষিত করে।
👉 ফলে মুরগি খাবার খেতে চায় না, আবার খেলে অসুস্থ হয়।
২️⃣ মুরগির উৎপাদনে ক্ষতি
ডিম খেয়ে ফেলে।
বৈদ্যুতিক তার, ফ্যান, ব্রুডারের তার কেটে দেয় ➝ বড় দুর্ঘটনা ঘটতে পারে।
খাবারের অপচয়ে খরচ বাড়ে, ডিম উৎপাদন কমে যায়।
৩️⃣ স্ট্রেস ও দুর্বলতা
রাতে ইঁদুর চলাফেরা করলে মুরগির ঘুম ভেঙে যায়।
মুরগি অস্থির হয়, ক্রমাগত স্ট্রেসে ডিম ও বৃদ্ধির হার কমে যায়।
---
👉 তাই খামারের নিরাপত্তা ও উৎপাদন বাড়াতে ইঁদুর দমন একান্ত জরুরি।
🐭 আমাদের আনা ইঁদুর মারার ফাঁদ ব্যবহার করে সহজে খামারকে ইঁদুরমুক্ত রাখা সম্ভব।
4 months ago | [YT] | 39
View 2 replies
SHAKIL FARMING
প্রিয় খামারি ভাই ও বোনেরা,
আপনি কি চান—আপনার খামারের প্রডাক্ট (মুরগি, বাচ্চা, ফিড, এক্সেসরিজ) দেশের যেকোনো প্রান্তে পৌঁছে যাক?
আপনি কি চান—বাড়িতে বসেই খামার চালিয়ে আয়ের নতুন পথ খুলে যাক?
তাহলে 👉 আজই আমাদের ফেসবুক পেজ ফলো করুন
আর 👉 ওয়েবসাইটে গিয়ে ভেরিফাইড খামারি হওয়ার ফরম পূরণ করুন!
---
🛡️ কেন Shakil Farming.shop-এর সাথে যুক্ত হবেন?
✅ আপনার খামার থেকে সোজা অনলাইনে বিক্রি হবে
✅ আপনি হবেন একজন ভেরিফাইড বিশ্বস্ত খামারি
✅ আমরা পৌঁছে দেব আপনার প্রডাক্ট হাজারো কাস্টমারের কাছে
✅ নিজস্ব পরিচয়, অনলাইন প্রোফাইল, ও প্রমোশন সুবিধা
✅ প্রতারণামুক্ত লেনদেন সিস্টেম
---
🐥 একবার ফরম পূরণ করলেই আপনি পাবেন:
🔹 একটি প্রফেশনাল খামারি প্রোফাইল
🔹 যাচাইকৃত খামারি ব্যাজ
🔹 বিক্রির সুযোগ দেশের যেকোনো জায়গায়
🔹 আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রমোশনের সুবিধা
🔹 ভবিষ্যতে বিশেষ অফার ও টুলস ব্যবহারের সুযোগ
---
🔔 অবশ্যই আমাদের পেজ ফলো করে রাখুন — কারণ এখান থেকেই আপনার লাভের দরজা খুলবে!
📨 ফরম পূরণ করলে আমরা নিজে থেকে যোগাযোগ করব, এবং আপনার খামারকে দেশজুড়ে ছড়িয়ে দিতে সাহায্য করব!
---
👉 ফেসবুক পেজ লিংক:
www.facebook.com/share/1G9QcAJgxM/
👉 ফরম পূরণ করতে ভিজিট করুন: [shakilfarming.shop/]
❤️ Shakil Farming.shop — 🔍 ভেরিফাইড খামারি ✅ | 🚫 প্রতারণামুক্ত বেচাকেনা 🛒
6 months ago | [YT] | 152
View 5 replies
SHAKIL FARMING
কিভাবে ঘরোয়া ভাবে ব্রয়লার মুরগি পালন করে লাভবান হতে পারবেন (ভিডিও লিংক) https://youtu.be/xtNzN3u0iT4
1 year ago | [YT] | 116
View 12 replies
SHAKIL FARMING
ভিডিও লিংক https://youtu.be/aGyquT83cUQ
1 year ago | [YT] | 133
View 4 replies
Load more