উদ্দেশ্য,
প্রান্তিক পর্যায়ের খামারিরা, সঠিক ইনফরমেশন না জানার কারণে লছের সম্মুখীন হচ্ছে, এই ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যটা হয়েছে সঠিক ইনফরমেশন দেওয়া, আর ইউটিউবে চটকদার ভিডিও দেখে, লক্ষ লক্ষ টাকা লাভ দেখে, কেউ এই সেক্টরে বড় ধরনের ইনভেস্ট করবেন না, সঠিক ভাবে দেশি মুরগি পালন করতে পারলে, লস হওয়ার কোন সম্ভাবনা নাই, আমার চার বছরের অভিজ্ঞতায়, কখনোই দেশি মুরগি পালন করে লস এর সম্মুখীন হয়নি, একমাত্র আমার অভিজ্ঞতার কারণে।
ইনফরমেশন এর সাথে সাথে আমরা খামার করার নির্দেশাবলীও দিয়েছি, যা অনুসরণ করে কেউ দেশি মুরগি পালন শুরু করতে পারবেন। এছাড়াও আমরা দেশি মুরগি পালন এর সাথে সাথে এই কাজে সহায়তা করব।
যেমন যদি কেউ দেশি মুরগি পালন করতে শুরু করে তার কাছে সঠিক উপকরণ, খাদ্য ও ওষুধ প্রদান করব। তাদের কাছে ট্রেনিং প্রদান করে সঠিক করণীয় দেখাব।
তাছাড়া, আমরা সব সময় প্রস্তুত থাকব প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য।
ইনকিউবেটর সহ পণ্য কিনতে ভিজিট করুন: shakilfarming.com