#aamaderitihsas
#banglaritihas
#itihaserbangla
#banglarojanaitihas
#banglarhinduitihas
#rajasitaramroyerkotha
#sultanisashonebanglarswadhinhinduraja

কাল নিরবধি, বিপুলা এই পৃথিবী। মানবসভ্যতার আবহমান যাত্রার ঊষালগ্ন থেকে যে সমাজ ও সংস্কৃতি বিশ্বকে পথ দেখিয়ে এসেছে, তার উৎপত্তি এই ভারতভূমিতেই। সকল দেশের রাণী সেই গৌরবময়ী ভারতবর্ষ আমাদের অজানা।
বৃটিশ অনুগত মেরুদ্ণ্ডহীন ভারতীয় দাস তৈরির উদ্দেশ্যে মেকলে যে শিক্ষা পদ্ধতি চালু করেছিল, তা ভারতবাসীর মন থেকে তার উজ্জ্বল অতীতকে মুছে ফেলেছে। স্বাধীনতার সাত দশক পরেও আমাদের স্কুল কলেজের পাঠ্য ইতিহাস সেই আত্মবিস্মরণের ঔপনিবেশিক প্রথাতেই আসক্ত।
ভারতের ইতিহাস চর্চার এই তমসাচ্ছন্ন সময়ে, আমাদের অজানা গৌরব ও গর্বের অতীতকে তুলে ধরাই এই চ্যানেলের উদ্দেশ্য। দর্শকের আশীর্বাদই এই কাজের সাফল্য।
আমাদের চ্যানেল দেখুন। ভালো লাগলে like, share ও subscribe করুন।
বিষয় ভাবনা: শ্রী রজত কুমার দাশ।
ভাষ্যপাঠ ও ধ্বনি: শ্রী প্রতীক দাশগুপ্ত।
দৃশ্যনির্মাণ: শ্রী সৌমেন হাজরা
Email - banglaritihash@gmail.com