একটা ছেলে মারা যাওয়ার আগে তার প্রেমিকা ও বন্ধু দুজনকেই মেসেজ দিল, "আমি চলে যাচ্ছি......... .."" তারপর.... প্রথম উত্তর প্রেমিকা,,"কই যাইতাছো?? আচ্ছা,, ঠিক আছে পরে কথা বলবো" এটা শুনে ছেলেটা দু:খ পেল দ্বিতীয় উত্তর বন্ধু,__"আবে, শালা একা একা কইযাস ?? দাঁড়া আমি আইতাছি" এটা শুনে ছেলেট
..... ASHIS CAR RIDER আমি চাইনি যে তুমি আমাকে ভুলে যাও ।
আমাকে ছেড়ে দাও ।
তুমি এভাবে চলে যাবে তা হয়তো আমার
জানা ছিলো তাই আর আটকাই নি ।
এখন
উপলদ্ধি করতে পারছি যে তুমি সত্যিই
নেই ।
যদি থাকতে তাহলে আজ এই কঠোরতম
দিনটাকে নিঃসঙ্গ মানুষের মত
কাটাতে হত না ।
সত্যি বলতে কেউ জানেনা যে আমি এখন
কেমন আছি ।
সবার যেমন একজন দরকার তার
না বলা কথা গুলো বুঝে নিবে ঠিক
সেইভাবেই তোমাকে আমি পেয়েছি ।
অনেক কথা জমা হয়ে আছে ।
কেউ আগ্রহ করে শুনেও না আর
কাউকে আগ্রহ করে বলিও না ।
মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি ।
মনের
মাঝে কথা চেপে নতুনভাবে কথা তৈরি করে অবিরত
বলছি !
আজ বুকের মধ্যের হাহাকার আর সহ্য
হচ্ছে না ।
জীর্ণ হৃদয় নিয়ে ,
কয়েক ফোঁটা চোখের জল নিয়ে ,
ধুলো পড়ে যাওয়া স্মৃতিগুলো নিয়ে ,
সত্যি বলছি আজ তোমাকে খুব
প্রয়োজন !!
লিখাঃ #শূন্য