বাচ্চাকাচ্চা'রা আজকে প্রাথমিক ভাবে রাত ১০:৩০ টায় ভার্সিটি এডমিশনের প্রথম ক্লাস শুরু হবে। আজকের ক্লাসে আমরা ক্লাস করার পাশাপাশি অনেককিছু নিয়ে কথা বলবো,গাইডলাইন দেবো। এরপর ক্লাস রুটিন দিয়ে আমরা ক্লাস শুরু করবো,রুটিন অনুসারে ইনশা আল্লাহ। ক্লাসটি হবে আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপ থেকে। ক্লাসের পর ক্লাস নোট দিয়ে দেবো। ক্লাস যেন মিস না হয়।
আসসালামু আলাইকুম বাচ্চাকাচ্চা'রা। আমি আগেই বলেছিলাম এবছর HSC-24 ব্যাচের ভার্সিটির ম্যাথ ফুল শেষ করে দেবো ফ্রি ক্লাস নিয়ে। আজকে আমার এক্সাম শেষ হয়েছে,বাকি আছে শুধু ভাইভা। আগামী ১০-১৫ তারিখের মধ্যে ক্লাস শুরু হবে।এর আগে আগামী পরশু শনিবার একটা ডেমো ক্লাস নেবো,এই ক্লাস সব কিছু নিয়ে আলোচনা করবো।পাশাপাশি জটিল সংখ্যা টাও একটু পড়বো।
ক্লাসগুলো Zoom + Facebook live এ হবে। এবং চ্যাপ্টার ভিত্তিক ভার্সিটি + গুচ্ছ এনালাইসিস ক্লাস গুলো ইউটিউবে আপলোড দেবো। আরো ডিটেইলস এ পোস্ট দেবো সব কিছু বলবো।শুধু পড়াশোনা করতে হবে। ইনশা আল্লাহ ভালো কিছু হবে।
দীর্ঘ ৬ ঘন্টা পর কম্পলিট হয়েছে তাপগতিবিদ্যার কাজ। ঠিক এইভাবে বই গুলো নিয়ে কন্টেন্ট রেডি করেছি। তাপগতিবিদ্যার মতো সৃজনশীল প্যাটার্ন অন্য কোনো চ্যাপ্টারে নাই। এতো বিশ্রি।
সুন্দর করে সব গুলো গুছাতে অনেক সময় লেগেছে। সারারাত না ঘুমিয়ে সকাল ৭ঃ০০ টায় ক্লাস রেকর্ড করেছি। ক্লাসের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস নিয়েছি। অনেক উলটা পালটা বলেছি। নিজের কাছে মনে হচ্ছে ক্লাস টি ভালোভাবে নিতে পারি নাই।😥😥
কিন্তু কন্টেন্ট যথেষ্ট ভালো হবে।আমার কথা গুলো না বুঝলেও শুধু ম্যাথ গুলো ভালো ভাবে করলেও হবে। এখন প্রায় ৯:০০ টা বাজে। সব কাজ কমপ্লিট। আপলোড হবে তাপগতিবিদ্যা হবে ইনশা আল্লাহ।
কমেন্ট করে জানিয়ে কোথায় কি উলটা পালটা বললাম বা লিখলাম??? 😥
Tajrul's Classroom
বাচ্চাকাচ্চা'রা আজকে প্রাথমিক ভাবে রাত ১০:৩০ টায় ভার্সিটি এডমিশনের প্রথম ক্লাস শুরু হবে।
আজকের ক্লাসে আমরা ক্লাস করার পাশাপাশি অনেককিছু নিয়ে কথা বলবো,গাইডলাইন দেবো। এরপর ক্লাস রুটিন দিয়ে আমরা ক্লাস শুরু করবো,রুটিন অনুসারে ইনশা আল্লাহ।
ক্লাসটি হবে আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপ থেকে। ক্লাসের পর ক্লাস নোট দিয়ে দেবো। ক্লাস যেন মিস না হয়।
7 months ago | [YT] | 14
View 1 reply
Tajrul's Classroom
আসসালামু আলাইকুম বাচ্চাকাচ্চা'রা।
আমি আগেই বলেছিলাম এবছর HSC-24 ব্যাচের ভার্সিটির ম্যাথ ফুল শেষ করে দেবো ফ্রি ক্লাস নিয়ে।
আজকে আমার এক্সাম শেষ হয়েছে,বাকি আছে শুধু ভাইভা। আগামী ১০-১৫ তারিখের মধ্যে ক্লাস শুরু হবে।এর আগে আগামী পরশু শনিবার একটা ডেমো ক্লাস নেবো,এই ক্লাস সব কিছু নিয়ে আলোচনা করবো।পাশাপাশি জটিল সংখ্যা টাও একটু পড়বো।
ক্লাসগুলো Zoom + Facebook live এ হবে। এবং চ্যাপ্টার ভিত্তিক ভার্সিটি + গুচ্ছ এনালাইসিস ক্লাস গুলো ইউটিউবে আপলোড দেবো। আরো ডিটেইলস এ পোস্ট দেবো সব কিছু বলবো।শুধু পড়াশোনা করতে হবে। ইনশা আল্লাহ ভালো কিছু হবে।
7 months ago | [YT] | 23
View 5 replies
Tajrul's Classroom
আসসালামু আলাইকুম বাচ্চাকাচ্চা'রা।
আজকে থেকে ক্লাস শুরু করবে তোমরা।
দেশের এই খারাপ অবস্থার মধ্যেও, মন কে একটু শক্ত করে পড়তে বসতে হবে।
আজকে সন্ধ্যা ৭:৩০ টায় ক্লাস ইউটিউবে আপলোড হবে।ফেসবুকে নেটওয়ার্ক জনিত সমস্যা বেশি থাকায়,হয়তো পেইজে আপলোড দিতে পারবো না।তবে অবশ্যই লিংক দিয়ে দিবো।
🍀🌼
8 months ago | [YT] | 40
View 9 replies
Tajrul's Classroom
বাচ্চাকাচ্চা'রা কি অবস্থা সবার?
জানি তোমাদের মনের অবস্থা খুব একটা ভালো নেই। হঠাৎ কেমন যেন সব কিছু থমকে গেছে। মন থেকে পড়াশোনার স্পিড,ইচ্ছা যেন চলে গেছে।
মনে রেখো এগুলো নতুন কোনো ঝামেলা না। জীবনে এরকম ঝামেলা অনেক আসবে। এগুলো সামলাতে হবে এবং নতুন করে সামনের দিকে উদ্যমে এগিয়ে যেতে হবে।
নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারো নেটওয়ার্কিং ঠিক করে কষ্ট করে পড়াশোনা করে যাও। ইনশা আল্লাহ সফলতা আসবেই।❤️
সবাই জন্য শুভ কামনা থাকবে। নতুন কিছু ক্লাস আসবে খুব শীঘ্রই। ইনশা আল্লাহ। 💥❤️
9 months ago | [YT] | 39
View 7 replies
Tajrul's Classroom
রসায়নের আগে ৭ দিন সময়। এইটা অনেক সময়। সময় টাকে কাজে লাগাও।
আর আগামীকাল থেকে রসায়নের সাজেশন ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ।
সবাই পেইজ এবং গ্রুপের সাথে যুক্ত থাকো। ক্লাস গুলো গ্রুপে হবে পেইজ থেকে। 💜
✅Facebook Page : surl.li/ozghr
✅ Facebook group : shorturl.at/frAK2
9 months ago | [YT] | 18
View 6 replies
Tajrul's Classroom
ম্যাথ এর কাজ চলমান। ইনশা আল্লাহ একটা কঠিন প্রস্তুতি নিয়ে এক্সাম দিবা ইনশা আল্লাহ।
✅ MCQ : এর জন্য ম্যারাথন ক্লাস থাকবে
✅ CQ : চ্যাপ্টার ভিত্তিক One Shot CQ Class
N.B : কেমিস্ট্রি ক্লাসের জন্য প্রস্তুতি নাও। ফেসবুক গ্রুপে লাইভ হবে কেমিস্ট্রি ইনশা আল্লাহ। 💜
তোমরা গ্রুপে এড হয়ে যেও, গ্রুপেই সকল পিডিএফ দেওয়া হবে 💜
🎯 Facebook Page : surl.li/ozghr
🎯 Facebook Group : shorturl.at/frAK2
9 months ago | [YT] | 25
View 6 replies
Tajrul's Classroom
বাচ্চাকাচ্চা'রা পদার্থবিজ্ঞান ২য় পত্র এক্সাম কেমন হয়েছে?
য.বো এবং কু. বো এর প্রশ্ন ঠিক আছে?
সামনে ম্যাথ এর জন্য বেস্ট ক্লাস গুলো আসবে ইনশা আল্লাহ।
9 months ago | [YT] | 26
View 29 replies
Tajrul's Classroom
দীর্ঘ ৬ ঘন্টা পর কম্পলিট হয়েছে তাপগতিবিদ্যার কাজ।
ঠিক এইভাবে বই গুলো নিয়ে কন্টেন্ট রেডি করেছি। তাপগতিবিদ্যার মতো সৃজনশীল প্যাটার্ন অন্য কোনো চ্যাপ্টারে নাই। এতো বিশ্রি।
সুন্দর করে সব গুলো গুছাতে অনেক সময় লেগেছে। সারারাত না ঘুমিয়ে সকাল ৭ঃ০০ টায় ক্লাস রেকর্ড করেছি। ক্লাসের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস নিয়েছি। অনেক উলটা পালটা বলেছি। নিজের কাছে মনে হচ্ছে ক্লাস টি ভালোভাবে নিতে পারি নাই।😥😥
কিন্তু কন্টেন্ট যথেষ্ট ভালো হবে।আমার কথা গুলো না বুঝলেও শুধু ম্যাথ গুলো ভালো ভাবে করলেও হবে। এখন প্রায় ৯:০০ টা বাজে। সব কাজ কমপ্লিট। আপলোড হবে তাপগতিবিদ্যা হবে ইনশা আল্লাহ।
কমেন্ট করে জানিয়ে কোথায় কি উলটা পালটা বললাম বা লিখলাম??? 😥
9 months ago | [YT] | 74
View 15 replies
Tajrul's Classroom
Vote For CLass
নিচের ৩ টি অধ্যায়ের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস আগে দিবো? তোমরা-ই সিলেক্ট করো
9 months ago | [YT] | 23
View 16 replies
Tajrul's Classroom
Class Update :
স্থির তড়িৎ এর উপর সৃজনশীল সাজেশন ক্লাসটি আজকে ৯:০০ -৯:৩০ টার মধ্যে আপলোড হবে ইনশা আল্লাহ। 💜
9 months ago | [YT] | 36
View 15 replies
Load more