Tajrul's Classroom

আসসালামু আলাইকুম বাচ্চাকাচ্চা'রা।
আমি আগেই বলেছিলাম এবছর HSC-24 ব্যাচের ভার্সিটির ম্যাথ ফুল শেষ করে দেবো ফ্রি ক্লাস নিয়ে।
আজকে আমার এক্সাম শেষ হয়েছে,বাকি আছে শুধু ভাইভা। আগামী ১০-১৫ তারিখের মধ্যে ক্লাস শুরু হবে।এর আগে আগামী পরশু শনিবার একটা ডেমো ক্লাস নেবো,এই ক্লাস সব কিছু নিয়ে আলোচনা করবো।পাশাপাশি জটিল সংখ্যা টাও একটু পড়বো।

ক্লাসগুলো Zoom + Facebook live এ হবে। এবং চ্যাপ্টার ভিত্তিক ভার্সিটি + গুচ্ছ এনালাইসিস ক্লাস গুলো ইউটিউবে আপলোড দেবো। আরো ডিটেইলস এ পোস্ট দেবো সব কিছু বলবো।শুধু পড়াশোনা করতে হবে। ইনশা আল্লাহ ভালো কিছু হবে।

7 months ago | [YT] | 23