দ্বীনের পথের দিশারী

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
দ্বীনের পথের দিশারী চ্যানেলে আপনাকে স্বাগতম।

​জীবন চলার পথে আমরা কত অভিনয় করি। কথা-বার্তা,কাজ-কর্ম, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি, বিয়ে-সাদি, খাওয়া-দাওয়া ইত্যাদি দৈনিন্দন সকল কাজকর্মে হরেক রকম অভিনয় করে থাকি। তবে এই অভিনয় যদি আল্লাহর সন্তুষ্টি ও প্রিয় নবী (সাঃ)এর তরিকা অনুযায়ী হয় তাহলে কেমন হতো বলুন তো ? দৈনিন্দন সকল কাজকর্ম এমনিতেই করে থাকি, আর তা যদি রাসূলুল্লাহ (সাঃ) এর দেখানো অনুযায়ী করে থাকি, তাহলে সুন্নাত ও আদায় হলো কাজও হয়ে গেল।আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে জীবন চলার কর্মকাণ্ড সুন্নাহ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ।
মানুষ তার কর্ম দিয়ে যেমন দুনিয়ার মানুষের মন জয় করতে পারে। তেমনি তার কর্ম দিয়ে আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও অর্জন করতে পারে।


​এই চ্যানেলের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে, ইনশাআল্লাহ।

​আমার সাথে এই সুন্দর যাত্রায় সঙ্গী হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।