গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

Peoples Solidarity Movement (translated as 'Ganosamhati Andolon' in Bangla), a progressive political party of Bangladesh founded in 29th August 2002. Since then this party is trying to form 'Greater Unity' among all the patriotic-progressive citizens and parties with a slogan styled as "Change is inevitable! We Want Change!" The mission of this party is to execute Democratic Reform of the state to ensure the peoples dream recorded in the Declaration of Independence namely-Equality, Human Dignity and Social Justice for all citizens.


গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

শহীদ শাকিলের জীবন ও সংগ্রাম নিয়ে ডকুমেন্টারি 'Don't Panic! Organize' আজ গণসংহিতি আন্দোলনের এই ইউটিউব চ্যানেল থেকে প্রিমিয়ার করা হবে বিকেল ৫টায়। ডকুমেন্টারিটির নির্মাতা শহীদ শাকিলের সহযোদ্ধা তরুণ পরিচালক জাফর মুহাম্মদ।

আজ শহীদ জুলফিকার আহমেদ শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে আমরা তাকে স্মরণ করছি শোক ও বিনম্র শ্রদ্ধায়।

২০২৪ সালের ৪ আগস্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের রূপ পাওয়া লড়াই তখন ১ দফার। সর্বশক্তি দিয়ে শেষ আঘাত হানছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটোয়া পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী বাহিনী। মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা আন্দোলনরত জুলফিকার শাকিলের মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৭ আগস্ট বুধবার বেলা তিনটায় শাহাদাত বরণ করেন শাকিল।

শহীদ জুলফিকার আহমেদ শাকিল ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মিরপুরের 'আমাদের পাঠশালা' থেকে বেড়ে ওঠা শাকিলের জীবন ছিল সংগ্রামমুখর। মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনে, ছিলেন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক। কবিতা লিখতেন। আন্দোলন চলাকালে ২৭ জুলাই লিখেছিলেন-

"মানচিত্র আজ মৃত্যু নগরী
আর্তনাদ জমেছে পতাকায়!
তাজা প্রাণ মূল্যহীন -
আমি পেয়েছি স্বাধীনতা নামে,
বুলেটের আঘাতে শেষ নিঃশ্বাস"

3 months ago | [YT] | 18

গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

এই ঘোষণাপত্র ২৪-এর জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানেরই অর্জন, সেকারণে এর আকাঙ্ক্ষাকে আমরা পূর্ণভাবে ধারণ করি। মুক্তিযুদ্ধসহ এদেশের মানুষের শত শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা মনে করি।

কিন্তু এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না করা হলে অতীতের মতোই পুরোনো বন্দোবস্ত আবারো ফেরত আসবে, জনগণকে অধিকারহীন করবে। কাজেই আমরা বাংলাদেশের মানুষের প্রতিই আহ্বান জানাবো, প্রতিটি মানুষ যেন এক হয়ে জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার, শহীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ায় জাগ্রত পাহারাদার হয়ে থাকেন। ন্যায়বিচার, সংস্কার, নির্বাচনের পথেই যা অর্জিত হবে।

সংগঠিত মানুষই ইতিহাসের নির্মাতা, তারা জেগে থাকলে ফ্যাসিবাদ আর ফেরত আসতে পারবে না।

ফটো ক্রেডিট: দৈনিক প্রথম আলো

3 months ago (edited) | [YT] | 11

গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

আজ গাজীপুরের মিলগেট নোয়াখালী সমিতি অডিটোরিয়াম টঙ্গীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই সমাবেশ। সমাবেশে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, জননেতা জোনায়েদ সাকি।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে ঐক্যবদ্ধ হোন!

#ganosamhatiandolon #july24 #ZonayedSaki #jonogonerbangladesh

3 months ago (edited) | [YT] | 17

গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

জনগণের বাংলাদেশ মানে, আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই!

4 months ago | [YT] | 17

গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে গণতান্ত্রিক পুনর্গঠনে ঐক্যবদ্ধ হোন।
আগামীকাল ১ জুলাই, ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের মাসব্যাপী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

4 months ago | [YT] | 16

গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

আমরা যে সংস্কার চাই, সেটা কোন দলের না, পুরো জাতির প্রয়োজন। তাই দলগত মান-অভিমান নয়, সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়াই জরুরি। কে কোথায় বৈঠক করলেন বা কাউকে বেশি সময় দেওয়া এধরণের অভিযোগ সংস্কার প্রশ্নকে অগুরুত্বপূর্ণ করবে। বরং এসব অভিযোগের ফয়সালা ওই আলোচনার মধ্যেই করা উচিত।

#WeWantChange #ganosamhatiandolon #abulhasanrubel

5 months ago (edited) | [YT] | 24

গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

বিচার, সংস্কার ও নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব এই সরকারের কাঁধে। অবিলম্বে এই তিনের রোডম্যাপ ঘোষণা করুন!

5 months ago | [YT] | 15

গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

শহীদ মোহাম্মদ হাসানের লাশ আজ আনুমানিক সন্ধ্যা ৭টায় বাংলাদেশে পৌঁছাবে। ঢাকা সিএমএইচ-এ সকল আনুষ্ঠানিকতা শেষে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এরপর নিজ জেলা নোয়াখালীর সোনাপুর গ্রামে তাকে দাফন করা হবে।

মোহাম্মদ হাসান কোভিড চলাকালীন স্কুলের পড়াশোনা থেকে ছিটকে পড়লেও পরিবারকে সহায়তা করতে একটি ওয়ার্কশপে কাজ শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সেই তিনি দুই বোনের একমাত্র ভাই হিসেবে পরিবারের ভরসাস্থল ছিলেন। মায়ের দুঃখ ঘোচাতে নিজ হাতে জীবনের হাল ধরতে চেয়েছিলেন, কিন্তু শেষপর্যন্ত দেশের বৃহত্তর স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। এরপর ২৫ নভেম্বর তাকে থাইল্যান্ডের পাতায়া হাসপাতালে নেওয়া হয়। এপ্রিলের ১০ তারিখ শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে লাইফ সাপোর্ট থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়। কিন্তু ২৫ এপ্রিল তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে, ২২ মে ২০২৫ তারিখ রাত ১১:১০ মিনিটে শহীদ মোহাম্মদ হাসান শেষ নিশ্বাস ত্যাগ করেন।

5 months ago (edited) | [YT] | 8

গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

বাংলাদেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐকমত্যের গুরুত্ব, একইসাথে বিচার-সংস্কার-নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা, এবং কোন প্রক্রিয়ায় সংস্কার করলে সেটা টেকসই হবে- এসব বিষয় নিয়ে জোনায়েদ সাকি কথা বলেছেন 'ঠিকানা'র আয়োজনে। করিডোর, বন্দর, ছাত্র নেতৃত্ব সহ সমসাময়িক রাজনৈতিক আলোচনার বিষয়গুলো উঠে এসেছে জোনায়েদ সাকির বক্তব্যে।

5 months ago | [YT] | 13

গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

বিচার - সংস্কার - নির্বাচন একসাথে চলতে হবে। অবিলম্বে এই তিনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন।

6 months ago | [YT] | 21