গণসংহতি আন্দোলন | Ganosamhati Andolon

শহীদ মোহাম্মদ হাসানের লাশ আজ আনুমানিক সন্ধ্যা ৭টায় বাংলাদেশে পৌঁছাবে। ঢাকা সিএমএইচ-এ সকল আনুষ্ঠানিকতা শেষে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এরপর নিজ জেলা নোয়াখালীর সোনাপুর গ্রামে তাকে দাফন করা হবে।

মোহাম্মদ হাসান কোভিড চলাকালীন স্কুলের পড়াশোনা থেকে ছিটকে পড়লেও পরিবারকে সহায়তা করতে একটি ওয়ার্কশপে কাজ শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সেই তিনি দুই বোনের একমাত্র ভাই হিসেবে পরিবারের ভরসাস্থল ছিলেন। মায়ের দুঃখ ঘোচাতে নিজ হাতে জীবনের হাল ধরতে চেয়েছিলেন, কিন্তু শেষপর্যন্ত দেশের বৃহত্তর স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। এরপর ২৫ নভেম্বর তাকে থাইল্যান্ডের পাতায়া হাসপাতালে নেওয়া হয়। এপ্রিলের ১০ তারিখ শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে লাইফ সাপোর্ট থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়। কিন্তু ২৫ এপ্রিল তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে, ২২ মে ২০২৫ তারিখ রাত ১১:১০ মিনিটে শহীদ মোহাম্মদ হাসান শেষ নিশ্বাস ত্যাগ করেন।

5 months ago (edited) | [YT] | 8