জ গোটা দুনিয়ার সর্বত্র চলছে এক অসম প্রতিযোগিতা। এক দিকে সম্পদের পাহাড়ের উপর বসে তান্ডব নৃত্য করছে একদল পরজীবী। অপর দিকে কোন রকম বেঁচে থাকার জন্য অমানুষিক পরিশ্রম করছে লক্ষ কোটি মানুষ। এ নির্দয় পরিস্থিতি আমাদের শেখায় তুমি দরিদ্র মানে তুমি পরিশ্রম করনি!তোমার কিছু নাই,কারন তুমি প্রতিষ্ঠিত হতে পারো নি। এই স্টাবলিষ্টমেন্ট অন্যায়ের উপর দাড়িঁয়ে আছে। এর বিরুদ্ধেই এই counter punch.
শোষিত,লাঞ্চিত মানুষের মুক্তির বার্তা তুলে ধরবে এই চ্যানেল। বাংলাদেশের মানুষের প্রগতিশীল আন্দোলন,মার্কসবাদ,লেনিনবাদের ভিত্তিতে লড়াই এ সমস্ত বিষয় তুলে ধরা হবে।


0:30

Shared 4 months ago

2 views