উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়কালব্যাপী রাজত্ব বিস্তারকারী উসমানীয় সম্রাট প্রথম সুলাইমান এবং তার প্রিয়তম স্ত্রী হুররেম সুলতানের জীবনগাঁথার উপর ভিত্তি করে, যিনি সুলায়মানের কৃতদাসী হয়েও পরবর্তীকালে তার প্রধান স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হওয়ার সৌভাগ্য লাভ করেন। সুলতান সুলেমান ছিলেন অটোম্যান সাম্রাজ্যের দশম সুলতান। নাটকটি ঐতিহাসিক হলেও নাটকটির ঘটনা প্রবাহ কাল্পনিক অর্থাৎ প্রকৃত ইতিহাস থেকে নেওয়া হয়নি।
উসমানীয় সম্রাট প্রথম সুলতান সুলাইমান এবং তার প্রিয়তম স্ত্রী হুররেম সুলতানের জীবনগাঁথার উপর ভিত্তি করে নির্মিত বাংলাদেশের বিখ্যাত টিভি সিরিয়াল "সুলতান সুলেমান"। পুরো ধারাবাহিকটিতে উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়কালব্যাপী রাজত্বের গল্প উঠে এসেছে। সুলতান সুলাইমানের প্রিয়তম স্ত্রী হুররেম সুলতান সুলায়মানের কৃতদাসী হয়েও পরবর্তীকালে তার প্রধান স্ত্রী বা সুলতানা হিসেবে সম্মানিত হওয়ার সৌভাগ্য লাভ করেন। অটোম্যান সাম্রাজ্যের দশম সুলতান সুলতান সুলেমান ছিলেন। তবে পুরো গল্পটি ঐতিহাসিক হলেও তাতে অনেক ক্ষেত্রে কল্পনার আশ্রয় নেয়া হয়েছে