Bangladeshi lifestyle Vlog

Hello welcome to my channel .Day Dreamer Morsheda khaled where she uploads her daily life with spirit .
I am from Bangladesh.

This activity reduces stress, anxiety,problem solving and enhances Creativity.

Enjoying a good time!I want to share positivity on this topics!

I hope you will enjoy and subscribe so you never miss a video.
For Brand promotion Contact:
morsheda3000@gmail.com

Facebook page
www.facebook.com/profile.php?id=100005277497744&am…


Bangladeshi lifestyle Vlog

আজকের সন্ধ্যা আসলেই মূল্যবান!

দুই গুরুজন কিসের আড্ডায় মত্ত!
যাই বলেন , আশি শতকে দাদা দাদীর জয়েন্ট ফ্যামিলির জমানায় দাদী পানের বাট্টা, অতিথি আসলে এমন চা নাস্তা নিয়ে বসত!
আর আমরা নাতি নাতনিরা চারপাশে এদিক ওদিক করে উনাদের গল্প শুনতাম!
By the way , উনারা গল্পের ছলে জীবনের অভিজ্ঞতা শুনাতেন!যা এখন মনে হচ্ছে জরুরী...

জীবনে তুমি যতই শক্তিশালী হও না কেন, কোনো এক সময় হোঁচট খেতেই হবে। ভুল হবে, সুযোগ হাতছাড়া হবে, মানুষ সমালোচনা করবে। এটাই জীবন। কিন্তু সেই পড়ে যাওয়াটা তোমার শেষ নয়— এটা তোমার নতুন করে উঠে দাঁড়ানোর সুযোগ। তুমি যখন প্রথমবার পড়ে যাও, তখন হয়তো ভীষণ কষ্ট লাগে। দ্বিতীয়বার পড়ে গেলে মানুষ হাসে, তৃতীয়বার পড়লে অনেকে তোমাকে আর গুরুত্বই দেয় না। কিন্তু তুমি যখন প্রতিবার উঠে দাঁড়াও— তখন তুমি নিজেকেই প্রমাণ করো যে তোমাকে থামানো এত সহজ না।
এই কথাগুলো যে কতটা সত্যি,সেটা যে অনুসরণ করে সে জানে।
গল্পের শুরু কিন্তু আজ সন্ধ্যায়!
এমনি দুই গুরুজন গল্প করছিলেন, মা হুকুম দিয়েছেন খুব দ্রুত নাস্তাপানি দাও।
রান্নাঘরে গিয়ে মাস্টার শেফের মত ভাবছিলাম দ্রুত কি কি তৈরি করা যায়!
হাতের কাছে যা আছে সেইগুলো দিয়ে!
সময় শুরু: গরম পানি নুডুলস নিয়ে ঝটপট ডিম,গাজর,পেয়াজ আর যা মশলা ছিল
সেই দিয়ে নুডুলস বানিয়ে ফেললাম!

এরপর ভাবছিলাম , বান গুলো কি করা যায়!
তাওয়ায় সেঁকে ঘি মাখিয়ে তার উপর মেয়নেজ
দিয়ে দিলাম,দুই আইটেম গেল...
এরপর ফ্রিজ থেকে পরোটা নিয়ে ভেজে ফেললাম,সাথে ওমলেট!
এরি মধ্যে মিষ্টি পাকোড়া ময়ান করে ফেলেছি,জাস্ট তেলে ভাজব!৪টা আইটেম হয়ে গেল!
যেহেতু রং চা খেতে অভ্যস্ত! কি মালাই চা বানাইতে দেয় না, এই মেহমান সুস্বাদু চা চাইবে!

চুলায় গরম পানি তে দুধ দিতে সিদ্ধ করে চাপাতা দিয়ে দিলাম , কড়া মালাই টাইপ চা হয়ে গেল! 😂
আমার মা ওদিক থেকে ওয়ার্ন ,আর কতক্ষন!
উনার ধারণা,আমি রোবট! 😆
সময় এর দিকে তাকাতে দেখি ৫ মিনিট!
নিজের গুণগান গাইছিনা ,বিশ্ব জয় এর মত এই
কাজ করতে পেরে আনন্দিত! 🤣
তবে হ্যাঁ এই আড্ডাটি তে সর্বশেষ আমার চা নিয়ে জয়েন ঠিক সেই দাদা দাদীর আমলের মত!
মেহমান উঠে দাঁড়িয়েছে ,চলে যাবে!

কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পাক্কা এক ঘণ্টার কাছাকাছি নানান আড্ডা,জীবনের গল্প
শেয়ার!
জীবন কে আমি এই গল্প আর ওই হোঁচট খেয়ে খেয়ে দাঁড়িয়ে আবার দৌড়ানোর মানুষ ,যতক্ষণ জীবিত।
প্যানিক কোনো কিছু জীবনের এই অভিজ্ঞতা কে অতিক্রম করতে পারেনা!
আজকের সন্ধ্যা আসলেই মূল্যবান!
www.facebook.com/share/p/1DLTeykQRm/

11 hours ago (edited) | [YT] | 3

Bangladeshi lifestyle Vlog

BMS Sign Day ,2026 Batch...

2 days ago | [YT] | 2

Bangladeshi lifestyle Vlog

BMS Primary Class Party ,' 2025'

1 week ago | [YT] | 1

Bangladeshi lifestyle Vlog

মানুষ চাইলেই সুন্দর কিছু করতে পারে!

গত দিনের কথা, এক শপিং মলে,ঢুকেছিলাম শাড়ির দোকান, বিক্রেতা হঠাৎ বলে উঠলো,আপা ড্রেস এর একাংশ ছিঁড়ে গেছে! লং গাউন,খেয়ালে ছিলনা!
এত ভদ্রতায় বলেছিলেন! সুন্দর সাজেশন দিয়েছিলেন!
প্রথমে আমি শাড়ি দেখাতে মগ্ন! উনি বলতে খেয়াল করতেই দেখি বিশাল আকারের ঝামেলা,সেলাই খুলে গিয়েছে!
ওখানে আরো দুইজন স্টাফ ছিল!
আমরা বুঝতেছিলাম না কি করা যায়! উপায় বাসায় রওনা দেয়া,কিন্তু একটা গুরত্বপুর্ন কাজ শেষ করে যেতে হবে!
এক বিক্রেতা সমাধান দিল,আপা কাপড়টা কে স্টেপল করে দেই,যেহেতু এখন সেলানো সম্ভব নয়!
আমার ব্যাগে সুই সুতা থাকে! কিন্তু এটা সাইডে ছিঁড়েছে!
উনি এত সুন্দর করে ডিসিপ্লিন লি স্ট্যাপল করলো!
অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলাম!
লাকি প্লাজা শপিং মল এর শাড়ির দোকান।
মূল্যবোধ,মানবিকতা একেই বলে!
নম্রতা একেই বলে!
মানবিকতা একেই বলে!
মূল্যবোধ এটাই!
Happy Friday!
#post #lifestyle #shopping #শপিংমল #Chittagong #highlight

1 week ago | [YT] | 3

Bangladeshi lifestyle Vlog

BMS এর একটি দুঃসংবাদ!
শেষ দেখা
সেদিন ক্লাসে হঠাৎ দেখি —
এক কোণে বসে খিলখিলিয়ে হাসছে সে।
আমি হালকা মুচকি হেসে জিজ্ঞাসা করলাম,
"এই হাসির কারণটা কী?"

আসলে, ক্লাসওয়ার্কটা একটু ধীরে করছিল ও।
তবু আমি রাগ করিনি —
বরং গল্পে জুড়ে দিলাম সবাইকে,
একটু আড্ডা, একটু মজা।
আমি প্রায়ই এমন করি —
এইভাবে আলাপে আলাপে তাদের মনটা বুঝে নিতে ভালো লাগে আমার।

সেদিনও তাই করেছিলাম।
ওর সঙ্গে গল্পে গল্পে পড়ার কিছু সাজেশন দিয়েছিলাম,
বলেছিলাম, “আরও মনোযোগী হলে তুমি পারবে অনেক ভালো করতে।”
কে জানত,
ওটাই হবে আমাদের শেষ আলোচনা।

এরপর আর কথা হতো না।
ক্লাসে কাজ চলতো,
ও নিজের মতো পড়তো, হাসতো, লিখতো।

একদিন শুনলাম —
ও ক্লাসে সকালে এসে সায়েন্স বই নিয়ে চুপচাপ পড়ে।
ভাবলাম, কতটা দায়িত্বশীল হয়ে উঠেছে মেয়েটা!
মনটা ভরে গেল।

কিন্তু তারপর…
এক মাস হলো ওকে দেখি না।
স্টুডেন্টরা জানালো —
ওর অভিভাবক সবাইকে দোয়া করতে বলেছে।

আমি জিজ্ঞাসা করলাম,
“কেমন আছে ও এখন?”
তারা বলল, “আর কোনো খবর জানা যায়নি স্যার…”

কে জানত,
এই "খবর না জানা"টাই হবে সবচেয়ে বড় খবর —
যে খবর শুনে মনটা কেঁপে উঠবে,
চোখ ভিজে উঠবে নিঃশব্দে।

একটি ১৩ বছরের মেয়ে হঠাৎ শরীর খারাপ বলতে বলতে কোমাতে, ডেঙ্গু ভাইরাস এর আক্রমণে, প্রথমে এভার care হসপিটাল এরপর এয়ার এম্বুলেন্স এ ঢাকায় পপুলার হসপিটাল, কয়েকবার ডায়ালাইসিস, এত ছোট শরীরে আর ধকল নিতে পারেনি ,স্ট্রোক ,lungs এ পানি চলে এলো! ডাক্তার রাও এই ডেঙ্গুর সিম্পটম বুঝতে হিমশিম!
গত কয়েকদিন ধরে আইসিইউ তে , লাস্ট একদিন আগে যখন একটু স্বাভাবিক দেখলো লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো!
একটু সাভাবিক ,রাত হতে হতে পাল্পিটিশান বাড়তে গেলো, পুরো শরীর রক্তে বিলীন!
ডাক্তার সকল আপ্রাণ চেষ্টা কে বিফল করে চলে গেলো আল্লাহ এর কাছে!
বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইংরেজি ভার্সন এর ক্লাস সেভেন এর স্টুডেন্ট!
গতকাল দুপুরের এই সময়ে ইন্তেকাল করেছে! ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।সবাই দোয়া রাখবেন ওর জন্য,ওর পরিবারের জন্য।

একটা হাসি,
একটা প্রশ্ন,
একটা ছোট্ট ক্লাসরুমের আড্ডা —
সেই মুহূর্তগুলোই এখন শুধু স্মৃতি।
আজ সকাল ১০ টায় দাফন হয়েছে, গিয়েছিলাম মা বাবার সাথে দেখা করতে ,তখন বেলা ১২ টা! উনারা বলছিলেন গতদিন আমার মেয়েটা এই সময় চলে গেছে, বাবা মা ঢুকরে ঢুকরে কাঁদছে! সবার চোখ মুখে কান্নায় উপচে পড়ছে!
মা বলছিলেন , আপনারা এসেছেন ,আমার মেয়ে খুশি হবে!
মন কে আর প্রশ্ন উত্তর কিছু করার অবকাশ নেই!
আল্লাহ জানেন এর রহস্য!
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,নিরাপদে থাকুন! দোয়া রইলো,দোয়া রাখবেন আমাদের জন্য।
( ক্লাসে অনেক কাজে ছবি নেয়া হতো! এখন পাচ্ছিনা! অবশেষে উনাদের এক সদস্য দিল, সুন্দর এক বাড়ির সুন্দর এক রাজকন্যার হঠাৎ চলে যাওয়া ! )

1 week ago (edited) | [YT] | 3

Bangladeshi lifestyle Vlog

কাবাব ঘরের মিনি ব্লগ!
আমার শহর! জাদুর মায়ার মোহাচ্ছন্ন এর শহর!

2 weeks ago | [YT] | 1

Bangladeshi lifestyle Vlog

BMS বিদ্যালয়ের সৃজনশীলতা এর প্রতিটি প্রাঙ্গণে!

3 weeks ago | [YT] | 1

Bangladeshi lifestyle Vlog

ধূর্ত মানুষদের কিভাবে ম্যানেজ!
কারা এই কাজ টা পারেন! এই সমাজে এমন কিছু মানুষ দেখবেন যারা নিজেদের উচুমানের চালাক ভাবে!
তারা ভাবে ,তারাই জ্ঞানী গুনী পন্ডিত! তারা নিজেদের ভীষণ স্মার্ট ভাবে!
বোকার স্বর্গে বসবাস তাদের!
চালাক হওয়া ভালো সেটা ভালো কিছুর জন্য! অন্যকে ছোট দেখানো,অন্যের ক্ষতি করা, অন্যকে বিরক্ত করা
এই মানুষগুলো আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে!
এদের ক্ষেত্রে যে কাজটি করা যায়..
এদের বুঝতে না দেয়া!
এদের প্রতিটি মধুর কথা কখনও মিষ্টি রূপে গ্রহণ নয়(
এদের আশপাশ থেকে দূরে থাকা
এদের সাথে জীবন কে share না করা
এরা সবসময় আপনাকে ওয়াজ করবে যেটার বিপরীতে উনার আচরণ! এড়িয়ে চলা!.
এত কথা কেন!
গত কয়েকদন এমন মানুষের সাথে উঠাবসা!
কয়েক বছর আগে হলে হৈ হৈ রৈ রৈ করতাম!
এখন যে যেমন ডিল তেমনি করি তবে তার মত অন্যায় পথে নয়!
তারা ভুলে যায় , উপরের উনার হিসাবে উনি ধরা খাবেন,এ ব্যাপারে নিশ্চিত !
সবাই আশপাশ এর এই সুযোগ সন্ধানী মধুর ভাষী মানুষ গুলো তে দূরে থাকুন,ভালো থাকুন ,সুস্থ থাকুন!
শুভ দুপুর!
#post #life #lifestyle #learning #trend

3 weeks ago | [YT] | 5

Bangladeshi lifestyle Vlog

চলেন গান শুনতে শুনতে ব্যাডমিন্টন খেলি!

শীতের রাত, সন্ধ্যা শেষ হতেই সবাই জুতা মোজা পরে, গায়ে শীত কাপড় জড়িয়ে খুব তাড়াহুড়ো করে ব্যাডমিন্টন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ছে মাঠে!
এই আনন্দ টুকু তে কোনো চাওয়া পাওয়া নেই আনন্দ ছাড়া!
এই দৃশ্য ঘর ঘর কি শীত কাহানি!ঠিক তেমনি
কিছু কাজ কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়া করা হয় মনের প্রশান্তির জন্য! ভাবতে ভাবতে, গুন গুন করতে করতে প্রবেশ করি,
এরপর যা হয়, তা এক অধ্যায় হয়ে যায়,
সেই অধ্যায়ের গল্প বুঝা সবার কর্ম নয়, মানসিকতা মিললেই এই অধ্যায় অনুভব করবে!
কতদিন হয় রাতের বেলায় এমন ব্যাডমিন্টন খেলা হয়না!
জীবনের এমন অনেক বিষয় আমি করি যেখানে কেউ যদি ভাবে অন্যরূপে! তার মত বোকা আর একটি ও
নেই! এই ধারার জীবন বুঝতে হলে নিজেকে গড়তে হবে এই অনুভবে!
যাই হউক, চলেন ব্যাডমিন্টন খেলি!
#post #lifestyle #evening #vibes #life #badminton

3 weeks ago | [YT] | 4