Bangladeshi lifestyle Vlog

BMS এর একটি দুঃসংবাদ!
শেষ দেখা
সেদিন ক্লাসে হঠাৎ দেখি —
এক কোণে বসে খিলখিলিয়ে হাসছে সে।
আমি হালকা মুচকি হেসে জিজ্ঞাসা করলাম,
"এই হাসির কারণটা কী?"

আসলে, ক্লাসওয়ার্কটা একটু ধীরে করছিল ও।
তবু আমি রাগ করিনি —
বরং গল্পে জুড়ে দিলাম সবাইকে,
একটু আড্ডা, একটু মজা।
আমি প্রায়ই এমন করি —
এইভাবে আলাপে আলাপে তাদের মনটা বুঝে নিতে ভালো লাগে আমার।

সেদিনও তাই করেছিলাম।
ওর সঙ্গে গল্পে গল্পে পড়ার কিছু সাজেশন দিয়েছিলাম,
বলেছিলাম, “আরও মনোযোগী হলে তুমি পারবে অনেক ভালো করতে।”
কে জানত,
ওটাই হবে আমাদের শেষ আলোচনা।

এরপর আর কথা হতো না।
ক্লাসে কাজ চলতো,
ও নিজের মতো পড়তো, হাসতো, লিখতো।

একদিন শুনলাম —
ও ক্লাসে সকালে এসে সায়েন্স বই নিয়ে চুপচাপ পড়ে।
ভাবলাম, কতটা দায়িত্বশীল হয়ে উঠেছে মেয়েটা!
মনটা ভরে গেল।

কিন্তু তারপর…
এক মাস হলো ওকে দেখি না।
স্টুডেন্টরা জানালো —
ওর অভিভাবক সবাইকে দোয়া করতে বলেছে।

আমি জিজ্ঞাসা করলাম,
“কেমন আছে ও এখন?”
তারা বলল, “আর কোনো খবর জানা যায়নি স্যার…”

কে জানত,
এই "খবর না জানা"টাই হবে সবচেয়ে বড় খবর —
যে খবর শুনে মনটা কেঁপে উঠবে,
চোখ ভিজে উঠবে নিঃশব্দে।

একটি ১৩ বছরের মেয়ে হঠাৎ শরীর খারাপ বলতে বলতে কোমাতে, ডেঙ্গু ভাইরাস এর আক্রমণে, প্রথমে এভার care হসপিটাল এরপর এয়ার এম্বুলেন্স এ ঢাকায় পপুলার হসপিটাল, কয়েকবার ডায়ালাইসিস, এত ছোট শরীরে আর ধকল নিতে পারেনি ,স্ট্রোক ,lungs এ পানি চলে এলো! ডাক্তার রাও এই ডেঙ্গুর সিম্পটম বুঝতে হিমশিম!
গত কয়েকদিন ধরে আইসিইউ তে , লাস্ট একদিন আগে যখন একটু স্বাভাবিক দেখলো লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো!
একটু সাভাবিক ,রাত হতে হতে পাল্পিটিশান বাড়তে গেলো, পুরো শরীর রক্তে বিলীন!
ডাক্তার সকল আপ্রাণ চেষ্টা কে বিফল করে চলে গেলো আল্লাহ এর কাছে!
বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ইংরেজি ভার্সন এর ক্লাস সেভেন এর স্টুডেন্ট!
গতকাল দুপুরের এই সময়ে ইন্তেকাল করেছে! ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।সবাই দোয়া রাখবেন ওর জন্য,ওর পরিবারের জন্য।

একটা হাসি,
একটা প্রশ্ন,
একটা ছোট্ট ক্লাসরুমের আড্ডা —
সেই মুহূর্তগুলোই এখন শুধু স্মৃতি।
আজ সকাল ১০ টায় দাফন হয়েছে, গিয়েছিলাম মা বাবার সাথে দেখা করতে ,তখন বেলা ১২ টা! উনারা বলছিলেন গতদিন আমার মেয়েটা এই সময় চলে গেছে, বাবা মা ঢুকরে ঢুকরে কাঁদছে! সবার চোখ মুখে কান্নায় উপচে পড়ছে!
মা বলছিলেন , আপনারা এসেছেন ,আমার মেয়ে খুশি হবে!
মন কে আর প্রশ্ন উত্তর কিছু করার অবকাশ নেই!
আল্লাহ জানেন এর রহস্য!
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,নিরাপদে থাকুন! দোয়া রইলো,দোয়া রাখবেন আমাদের জন্য।
( ক্লাসে অনেক কাজে ছবি নেয়া হতো! এখন পাচ্ছিনা! অবশেষে উনাদের এক সদস্য দিল, সুন্দর এক বাড়ির সুন্দর এক রাজকন্যার হঠাৎ চলে যাওয়া ! )

2 weeks ago (edited) | [YT] | 3