Md Hasmotulla Sk

শুধুমাত্র আল্লাহ্‌ এর সন্তোষটির জন্য, নেকির আশায় মানুষের কাছে দ্বীনের সঠিক দাওয়াত পৌঁছানোর নিয়তে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়।
‘ঐ ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হ’তে পারে, যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে যে, নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সৎকর্ম ও অসৎকর্ম সমান নয়। প্রতুত্তর নম্রভাবে দাও, দেখবে তোমার শত্রুও অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হয়েছে’ (হা-মীম সিজদা ৩৩-৩৪)।