রঙিন কাঁচবাক্স

হালকা করুন মস্তিষ্ক
তাই ঘরে আনুন কাঁচবাক্স

প্রিয় রঙিন মৎস্যপ্রেমীরা আমার রঙিন কাঁচবাক্স চ্যানেলে আপনাদের স্বাগত।আমার মতো যারা শৌখিন মাছ রাখতে ভালোবাসেন বা রাখতে চাইছেন তারা নির্দ্বিধায় খুব সহজে শুরু করতে পারেন।ছোট্ট পরিসরে,কম খরচে, চেনা পরিচিত কিছু জিনিস দিয়েই প্রাকৃতিক ভাবে আমরা বিভিন্নরকম মাছ রাখতে পারি। এটি শুধুমাত্র যে আমাদের সময় কাটানোর সঙ্গী তা একদমই নয়।জলের ছন্দময় শব্দের সাথে মাছেদের গতিবিধি আমাদের মস্তিষ্ককে চাপ,উত্তেজনা,আতঙ্ক ইত্যাদি থেকে মুক্ত হতে যেমন সাহায্য করে তেমনি ছোট শিশুদের ধৈর্য্য,স্থিরতা ,পারিপার্শ্বিক পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং বয়স্কদের অনাবিল আনন্দ উপহার দেয়।।স্বচ্ছ জলের রঙিন মাছেদের খুব কম খরচে ,কম পরিশ্রমে ,সহজ উপায়ে যাতে ঘরে রাখতে পারেন সেই উদ্দেশ্যেই দু - চার কথা ভাগ করে নিতেই এই চ্যানেল ।আমার জলের নিচের তলার রঙিন জগতে আপনাদের স্বাগত।