Kalyani Theatre Makers

নাটক জীবনের আর একটা প্রতিচ্ছবি | জন্ম থেকে মৃত্যু আমাদের প্রতিটা মুহূর্ত একটা শিক্ষা কক্ষ বা মহড়া কক্ষ | যা শিখি তাই প্রকাশ করি | তাই এসো সবাই একসাথে নাটক করি, এই সমাজকে আরো সচেতন করি |

" শিখিয়া মোরা করি গো নাটক ||
দলে দলে আসিয়া
বাঁধি যে যোটক |
মোদের নাটকেই ভালোবাসা
নাটকেই যে প্রাণ |
জ্বালিয়া একটু প্রত্যাশা
একটু খানি আলো |
তাই দিয়া বাড়াইবো মোরা
এই জগতের ভালো |
যদি চাও ঘুচে যাক এই আধার
তবে আসিয়া ধরো হাতে তার হাত।
নাইবা হোক কোনো বর্ণ,
নাইবা থাক কোনো ধর্ম |
আমাদের একটাই পরিচয়
আমরা মানুষ......
আর রয়ে যাবে আমাদের কর্ম ||"