নমস্কার আমি মনিমালা, আমার চ্যানেলে নানান রকমের ভিডিও দেখতে পাবে এক কথায় হ-য-ব-র-ল
মেয়েদের অনেক কিছু করতে নেই এই শুনে বড় হয়েছি নানান বাধা। তাই আমি কিছু করতে চাই সবাইকে বলতে চাই যে মেয়ে অনেক কিছু করতে পারে। আর তার জন্য তোমাদের ভালোবাসা খুব দরকার। দয়া করে সবাই ভালোবাসা দেবেন।
চেষ্টা করবো তোমাদের সবার মন জয় করার।


Monimala Jana

আমাদের জীবনে চাইলেই
অতীতের অনেক কিছু ফিরিয়ে আনা যায়
কিন্তু ফিরিয়ে আনা যায় না
চলে যাওয়ার সময় ❤️
সুপ্রভাত

6 days ago | [YT] | 18

Monimala Jana

যার কপালে যা লেখা আছে সে সেটাই পাবে।
যে ফুল অযত্নে বেড়ে ওঠে, সে সারা জীবন অযত্নে থেকে যায়। হয়তো একটু বেশি আশা করে ফেলে যে কখনো যদি ভগবানের পায়ে যায়। কিন্তু না, আর কি তার অযত্ন ই আছে। পায়ের নিচে লোকে পিসে চলে যাবে।
শুভরাত্রি ❤️

1 week ago | [YT] | 11

Monimala Jana

যার কপালে যা লেখা আছে সে সেটাই পাবে।
যে ফুল অযত্নে বেড়ে ওঠে, সে সারা জীবন অযত্নে থেকে যায়। হয়তো একটু বেশি আশা করে ফেলে যে কখনো যদি ভগবানের পায়ে যায়। কিন্তু না, আর কি তার অযত্ন ই আছে। পায়ের নিচে লোকে পিসে চলে যাবে।
শুভরাত্রি ❤️

1 week ago | [YT] | 11

Monimala Jana

https://youtu.be/FS1WcX1bPro?si=cH8LV...
Children's Day সেলিব্রেশন ব্লক আপলোড হয়ে গেছে দেখো বন্ধুরা ❤️

1 week ago | [YT] | 5

Monimala Jana

যেখানে বল কাজ করে না
সেখানে ছল কাজ করে।
সুগন্ধ, দূরর্গন্ধ ও মানুষের স্বভাব
কখনো গোপন থাকে না।।
জয়ের জন্য বলের চেয়ে
অধিক ছলের প্রয়োজন।।।
যারা শত্রুর শত্রু হয়
তাদের সাথে বন্ধুত্ব করতে হয়।।
শুভরাত্রি ❤️

1 week ago | [YT] | 8

Monimala Jana

এই পৃথিবীতে তোমার বলে কেউ নেই। না বাবা না মা না আত্মীয় স্বজন না পরিবার কেউ নয়।
যখন তুমি একা হয়ে যাচ্ছ তখন নিজেকে নিয়ে ভাবো।
নিজে কিছু করার কথা ভাবো। নিজের রাস্তা নিজেকেই ঠিক করতে হয়। সফল হওয়ার রাস্তা কখনো তৈরি থাকে না। কে ভালো বলল কে খারাপ বলল কে সমালোচনা করল কে গিফট দিলো সেটা মেটার নয়।
একা এসেছো এই পৃথিবীতে আর একাই যেতে হবে।
কিন্তু এই একার মধ্যেই নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে।
একাকীত্ব মানুষকে শক্ত বানায়। কারো উপর
অনির্ভরশীল বানায়। তুমি তোমার জন্য যথেষ্ট যদি তুমি একাকীত্বকে মানিয়ে নিতে পারো। তোমার কারো দরকার পড়ে না।
শুভরাত্রি ❤️

1 week ago | [YT] | 15

Monimala Jana

এই সমাজ টা চালাকিতে ভরে গেছে, যে চালাকি করে কথা বলতে পারবে, চালাকি করে কাজ করতে পারবে, বা চালাকি করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবে আর মানুষকে ইমপ্রেস করতে পারবে তারাই টিকে থাকতে পারবে এই সমাজে। আর যারা বোকার মতো পড়ে থাকবে তাদেরকে এই সমস্ত চালাক লোকেরাই ব্যবহার করে চলে যাবে। কখনো উন্নতি করতে পারবে না।
এটা হল কলিযুগ। জীবনে আরো কি কি দেখতে হবে আমাদের ভগবানই জানেন।
শুভরাত্রি

1 week ago | [YT] | 15

Monimala Jana

আমার সব থেকে পছন্দের ঋতু হলো শীতকাল।
এই সময় নানান রঙের ফুল দেখা যায় চারিদিকে।
এই সময় অনেক জায়গা ঘুরতে যাওয়া যায় পিকনিক করতে। এই সময় যেমন খুশি খাওয়া-দাওয়া করো কোন প্রবলেম হয় না।
আর সব থেকে বেশি ইনজয় করি সকালে কম্বল থেকে বের হতে ইচ্ছে করে না।
আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত।
এটা কি ফুল কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানাও। আমি এই ফুলটার নাম জানিনা।

2 weeks ago | [YT] | 19

Monimala Jana

যার কপালে যা থাকে
তার চেয়ে বেশি হয় না
তবু কেন মন আমার
দুঃখ ব্যাথা সয়না
শুভরাত্রি সকল বন্ধুদের

2 weeks ago | [YT] | 11

Monimala Jana

বন্ধু পেতে হলে আমাকে বন্ধু করে নিন, আমি ২৪ ঘন্টা পর বন্ধু করে নেব। একটু তো অপেক্ষা করতেই হবে।ঐ যে কথা আছে,সুবুর কা ফল মিঠা হোতা হ্যায়।

2 weeks ago | [YT] | 19