এই পৃথিবীতে তোমার বলে কেউ নেই। না বাবা না মা না আত্মীয় স্বজন না পরিবার কেউ নয়। যখন তুমি একা হয়ে যাচ্ছ তখন নিজেকে নিয়ে ভাবো। নিজে কিছু করার কথা ভাবো। নিজের রাস্তা নিজেকেই ঠিক করতে হয়। সফল হওয়ার রাস্তা কখনো তৈরি থাকে না। কে ভালো বলল কে খারাপ বলল কে সমালোচনা করল কে গিফট দিলো সেটা মেটার নয়। একা এসেছো এই পৃথিবীতে আর একাই যেতে হবে। কিন্তু এই একার মধ্যেই নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। একাকীত্ব মানুষকে শক্ত বানায়। কারো উপর অনির্ভরশীল বানায়। তুমি তোমার জন্য যথেষ্ট যদি তুমি একাকীত্বকে মানিয়ে নিতে পারো। তোমার কারো দরকার পড়ে না। শুভরাত্রি ❤️
Monimala Jana
এই পৃথিবীতে তোমার বলে কেউ নেই। না বাবা না মা না আত্মীয় স্বজন না পরিবার কেউ নয়।
যখন তুমি একা হয়ে যাচ্ছ তখন নিজেকে নিয়ে ভাবো।
নিজে কিছু করার কথা ভাবো। নিজের রাস্তা নিজেকেই ঠিক করতে হয়। সফল হওয়ার রাস্তা কখনো তৈরি থাকে না। কে ভালো বলল কে খারাপ বলল কে সমালোচনা করল কে গিফট দিলো সেটা মেটার নয়।
একা এসেছো এই পৃথিবীতে আর একাই যেতে হবে।
কিন্তু এই একার মধ্যেই নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে।
একাকীত্ব মানুষকে শক্ত বানায়। কারো উপর
অনির্ভরশীল বানায়। তুমি তোমার জন্য যথেষ্ট যদি তুমি একাকীত্বকে মানিয়ে নিতে পারো। তোমার কারো দরকার পড়ে না।
শুভরাত্রি ❤️
1 week ago | [YT] | 15