আসসালামু আলাইকুম।
যদি লক্ষ্য থাকে অটুট,
সাফল্য নিশ্চিত ❤
🍁সাফল্যের লক্ষ্যে ছুটে চলা মানুষের সঙ্গী হয় একটি চমৎকার স্বপ্ন। স্বপ্নটিকে ধারণ করেই মানুষ সাফল্যের চূড়ায় পৌঁছতে চায়।
কিন্তু শুধুমাত্র স্বপ্নকে লালন করেই সাফল্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় না। যে বিষয়ে স্বপ্নের জাল বুনেছেন সে বিষয়ে একটি লক্ষ্য ঠিক করে নিয়ে তবেই সামনে এগোতে হয় ।
লক্ষ্য ছাড়া ছুটে চলায় সঠিক সাফল্য অর্জিত হয় না। লক্ষ্য যদি ঠিক না হয়, সুনির্দিষ্ট করা না হয় তাহলে এ ছুটে চলা হবে কূলহারা নৌকার মত। কূলহারা তরী যেমন নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়াই ভাসতে থাকে, সময় যায় দিন যায় কিন্তু তীরের সন্ধান পায় না ঠিক তেমন ই।
তাই নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা এবং সেই অনুযায়ী কাজ করা তাহলে সাফল্যের দেখা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ ।
ধন্যবাদ ❤
স্বপ্ন দেখি সফল উদ্যোক্তা হওয়ার
আব্দুল্লাহ আল রিফাত এর কিউট বালক ।
কিউট (RIFO HARMONY) নিয়ে হবে আমার আয়োজন।
আছি চট্টগ্রাম থেকে।
আমাদের চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন।
#Abdullah_al_Rifat
Follow Me on:
Facebook : Abdullah-al Rifat
Instagram :
Shared 4 years ago
2 views
Shared 4 years ago
2 views
Shared 4 years ago
21 views
Shared 4 years ago
6 views
Shared 4 years ago
23 views