কারুকামনা

শিল্প জীবনকে বিশ্বাসযোগ্য করে তোলে,কারণ শিল্প নিজেদেরকে চিনতে শেখায়,সমাজকে চেনায়, জীবনকে দেখায় তার অসংখ্য ধারার মাধ্যমে।নাটক,নাচ,কবিতা, গান,গল্প ভুলিয়ে দেয় জীবনের দিনগত পাপক্ষয়,সাহায্য করে মানুষকে আপন হতে বাহির হয়ে আসতে,যা কিছু সত্য ও সুন্দর তার উপাসনা করতে।
তাহলে বন্ধুরা,চলুক জীবনের চলচ্চিত্র, আসুন না,দেখি সবাই মিলে,জীবনে জীবন মেলে কি না।