Kathia Baba Charitable Trust Vrindavan

শ্রীগুরুদেবের অমৃতময় প্রবচন ও দিব্য সৎসঙ্গ

শ্রীনিম্বার্কীয় যুগল মহামন্ত্ররাজ
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।
রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে॥

গুরুদেবের ভাষণ, প্রবচন, উৎসবাদির ভিডিও, শ্রীগুরুদেবের শ্রীমুখে ভজন কীর্তন শ্রবণ করুন। আশ্রমের আরতি, স্তুতি, শ্রীমদ্ভাগবত পাঠ শ্রবণ করুন।

A small offering to our revered Sadgurudev Sri Swami Rashbehari Das Kathia Babaji Maharaj, Braja Videhi Mahant & Chatur sampraday Srimahant, Vrindavan. (Swabhuram dwara, Nimbark Sampraday)

This channel is a home to Sri Babaji Maharaj’s divine discourses delivered in different parts of the world.
Apart from this we also have tried to compile Videos of various Mahamahotsavs celebrated by KBCT at various places in India and abroad. Pls subscribe to our channel & share our videos with family and friends.

www.srikathiababa.org
Mail us at kbct.vrindaban@gmail.com

Radhe Krishna Radhe Krishna Krishna Krishna Radhe Radhe |
Radhe Shyam Radhe Shyam Shyam Shyam Radhe Radhe ||

#kathiababa


Kathia Baba Charitable Trust Vrindavan

SriSri Ramdas Kathia Baba Jeevan Charitra.
https://youtu.be/E1FZpLQxC9M?si=5Sd0z...

3 days ago (edited) | [YT] | 99

Kathia Baba Charitable Trust Vrindavan

Six hundred years old Kathia Baba braj 84 kos parikrama'25 news on all major newsprint.

2 weeks ago | [YT] | 45

Kathia Baba Charitable Trust Vrindavan

SriSri Kathia Baba Sevashram Dakshineswar Pran Pratishtha Mahotsav '2025 timeline.

2 weeks ago (edited) | [YT] | 61

Kathia Baba Charitable Trust Vrindavan

কুম্ভে এসে সকলের মধ্যে তিনি আছেন, প্রতিটি রজে কণে বাতাবরণে তাঁর অস্তিত্ব বিদ্যমান,মনের এই ভাবটা রাখতে হবে। একটা পোকা একটি কুকুরকেও তার যোগ্য সম্মানটুকু দিতে হবে। মহারাষ্ট্রের মহান ভক্ত নামদেবজী একটি কুকুরের মধ্যে তাঁর আরাধ্য চতুর্ভুজ নারায়ন "বিঠল ভগবানের" দর্শন পেয়েছিলেন। তিনি কখন কোথায় কোন রূপে থাকেন এটা বোঝা বড় কঠিন। তাই সকলের মধ্যে তিনি আছেন, মনের ভাবটা যদি শুদ্ধ থাকে, নির্মল থাকে, তাহলে কুকুরের মধ্যেই তিনি দর্শন দেবেন। সে যে কোন জীব! বেড়াল কুকুর শেয়াল যাই আসুক না কেন, যদি মনে করো তাঁর মধ্যে প্রভু আছেন, সেই প্রেমময় জীবন যদি যাপন করো, প্রেম মানে কি? সকলের মধ্যে তিনি আছেন সেই ভাবটাই হল "প্রেম" - ভালোবাসার পরাকাষ্ঠা - ভালোবাসার চরম অবস্থা। তখন আর ভেদবুদ্ধি থাকে না। বেড়াল কুকুর মানুষ এই বিভেদটা চলে যায়। সকলের মধ্যে সেই এক প্রভুরই দর্শন, একজনকেই ভালবাসা। প্রেম সব সময় একজনের প্রতিই হয়।
"প্রেম গলি অতি সাকরি তা মে দো না সমায়।
যব ম্যায় থা তব হরি নহি, যব হরি হ্যায় ম্যায় নাহি।।"
- - কবীরদাসজী
কবীরদাসজী বলছেন যে - প্রেম গলি অত্যন্ত সংকীর্ণ সেখানে দুজন একসাথে যেতে পারে না। যখন ' আমি" থাকি তখন হরি থাকেন না, আর যখন হরি থাকেন তখন "আমি" লোপ পেয়ে যায়।
তখন বেড়াল কুকুর মানুষ সবই তো প্রভু। এই প্রভূময় অবস্থা যখন লাভ হয়, তখন সর্বত্র ভগবত দর্শন হয়।
এই রকম বহু দৃষ্টান্তের দ্বারা বোঝা যায় যে কুম্ভ ভগবানের রচিত একটি অমৃত সংযোগ । অনন্ত জীব অনন্ত ভাবে একমাত্র ভগবানকেই আস্বাদন করছে। তাই কুম্ভে এসে সব কিছু তাঁর চরণে অর্পণ করো, সাধু সন্তদের দর্শন করো, নমন করো, নতমস্তক হয়ে প্রণাম করো, আর কুম্ভামৃতকে অঞ্জলি বদ্ধ করে নিয়ে যাও।
*******
**শ্রীশ্রীসদগুরু উপদেশামৃত**
******
শ্রীশ্রী১০৮স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ।
Darshan from Dwarka Ashram, Feb '25.

7 months ago (edited) | [YT] | 396

Kathia Baba Charitable Trust Vrindavan

কুম্ভের অর্থ কলশ, অমৃত পূর্ণকলশ। তাত্ত্বিক অর্থে আমাদের শরীর একটা কলশ, আর তার মধ্যে আত্মামৃত পরিপূর্ণ রয়েছে। সেই অমৃতরুপী আত্মাকে চিন্তন করা, মনন করা, ধ্যান করা, তাঁর সেবা করা। অন্নদান, বস্ত্রদান, গঙ্গাস্নান, গরীব দুঃখীদের সেবা সবই সেই কুম্ভামৃতের আরাধনা । এসবই কুম্ভ। তাই নিত্য নিরন্তর সেই অমৃতের সাথে সম্পর্ক রাখো। এই কুম্ভামৃতকে আস্বাদন করবার জন্য দেবতারা পর্যন্ত দেবলোক থেকে মর্ত্যে পদার্পণ করেন। সমুদ্র মন্থনের পর কিছু অমৃতের ফোঁটা মর্ত্যে ভারতবর্ষের চার জায়গায় পড়েছিল আর কিছু পড়েছিল অন্তরীক্ষে আট জায়গায়। তাই দেবলোকে দেবতারাও এই তিথিতেই কুম্ভ উৎসব পালন করেন ও কুম্ভ পর্বকে আস্বাদন করবার জন্য মর্ত্যে ছদ্মবেশে গরীব ভিখারী চামার মেথর সেজে ঘুরে বেড়ান, জমাদার বেশে পূণ্য তীর্থে ঝাড়ু লাগান, কুম্ভ তীর্থ দর্শন করেন ও আমাদের দর্শন দেন। তাই কুম্ভে এসে কোনো গরীব দুঃখী ভিখারী প্রতিবন্ধী দেখলে তাদের ঘৃণা করতে নেই, তাদের প্রণাম করতে হয়, সম্মান দিতে হয়। এইটাই হলো কুম্ভামৃত। কুম্ভের অর্থ হলো এ জগতে সব কিছু অমৃতস্বরূপ। কোনো কিছু অসত্য না, সব কিছুই সেই সত্যস্বরূপ ঈশ্বরের প্রতিফলন। সকলকে প্রণাম করো, সকলকে সম্মান দাও।
"তুলসী য়হ্ সংসার মে সবসে মিলিয়ে ধায়।
না জানে কিস রূপ মে নারায়ন মিল যায়।।" তুলসীদাস।
তুলসিদাসজী বলছেন কে জানে কোন রূপে ভগবান এসে আমাদের সেবা গ্রহণ করেন। সেই শুভ মুহূর্ত যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়।
*****
শ্রীশ্রী১০৮স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ।
**শ্রীশ্রীসদগুরু উপদেশামৃত**
Darshan from Mahakumbha 2025, Prayag Raj.

8 months ago (edited) | [YT] | 415

Kathia Baba Charitable Trust Vrindavan

ভগবান বলছেন - যে আমার সমর্পিত চিত্ত অনন্য ভক্ত, যে সব সময়ের জন্য আমার আরাধনা করে আর আমার চিন্তা ছাড়া কোনো চিন্তাই করে না, তার সেবা আমিই সম্পাদন করি। তার যোগ ক্ষেম আমিই বহন করি। যোগ ক্ষেমের অনেক অর্থ আছে। "অপ্রাপ্তস্য প্রাপ্তি যোগ। প্রাপ্তস্য রক্ষনং ক্ষেমঃ। যোগ কি?
যে জিনিষটা নেই সেই জিনিষকে পাইয়ে দেওয়া হলো 'যোগ'। আর ক্ষেম মানে? যেটা পাইয়ে দিয়েছেন ভগবান সেটাকে ভগবানই রক্ষা করেন, তাকে বলা হয় 'ক্ষেম'। সাধারণ অর্থ হলো ভক্তের প্রয়োজনীয় অর্থ প্রয়োজনীয় বস্তু ভগবানই বহন করেন। তবে ভক্তকেও সেই রকম উচ্চকোটির শরণাগত হতে হবে।
আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য্যরা এর উজ্জ্বল নিদর্শন ছিলেন।
****
শ্রীশ্রী১০৮স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ।
**শ্রীশ্রীসদগুরু উপদেশামৃত**

9 months ago | [YT] | 374

Kathia Baba Charitable Trust Vrindavan

Please prebook your place in Kumbha Mela 2025 at our tent . DO NOT COME without advance booking. Write to Kathia Baba ka Sthan , Gurukul Road, Vrindavan with details for booking your stay in our camp.

9 months ago | [YT] | 80

Kathia Baba Charitable Trust Vrindavan

আমাদের শরীরও একটা বস্ত্র - 'আত্মার বস্ত্র', আর তার মধ্যে আত্মা বসে আছেন। আর এই শরীরের প্রতি আমাদের মোহ অত্যন্ত বেশি। আমরা আত্মস্বরূপ হয়েও এই শরীরের প্রতি সব সময় আমাদের দৃষ্টি থাকে। বৃন্দাবন লীলায় ভগবান গোপীদের বস্ত্র হরণ করছিলেন। তাত্ত্বিক দৃষ্টিতে যার অর্থ হলো এই শরীরের যে মান অভিমান কামনা বাসনারূপী বস্ত্র সেটা হরণ করেছিলেন। কেন না মান অভিমান শূন্য না হলে, কামনা বাসনা শূন্য না হলে গোবিন্দকে পাওয়া যায় না। দেহাভিমান গলিত না হলে ভগবানকে পাওয়া যায় না। তাই বস্ত্র হরণের পরেই ভগবান গোপীদের রাসে আহবান করেছিলেন, এটা বোঝানোর জন্য যে দেহের প্রতি আসক্তি থাকলে তাঁকে পাওয়া যায় না।
*****
শ্রীশ্রী১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ।
* শ্রীশ্রী সদগুরু উপদেশামৃত*

9 months ago | [YT] | 391