Kathia Baba Charitable Trust Vrindavan

ভগবান বলছেন - যে আমার সমর্পিত চিত্ত অনন্য ভক্ত, যে সব সময়ের জন্য আমার আরাধনা করে আর আমার চিন্তা ছাড়া কোনো চিন্তাই করে না, তার সেবা আমিই সম্পাদন করি। তার যোগ ক্ষেম আমিই বহন করি। যোগ ক্ষেমের অনেক অর্থ আছে। "অপ্রাপ্তস্য প্রাপ্তি যোগ। প্রাপ্তস্য রক্ষনং ক্ষেমঃ। যোগ কি?
যে জিনিষটা নেই সেই জিনিষকে পাইয়ে দেওয়া হলো 'যোগ'। আর ক্ষেম মানে? যেটা পাইয়ে দিয়েছেন ভগবান সেটাকে ভগবানই রক্ষা করেন, তাকে বলা হয় 'ক্ষেম'। সাধারণ অর্থ হলো ভক্তের প্রয়োজনীয় অর্থ প্রয়োজনীয় বস্তু ভগবানই বহন করেন। তবে ভক্তকেও সেই রকম উচ্চকোটির শরণাগত হতে হবে।
আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য্যরা এর উজ্জ্বল নিদর্শন ছিলেন।
****
শ্রীশ্রী১০৮স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ।
**শ্রীশ্রীসদগুরু উপদেশামৃত**

9 months ago | [YT] | 374