VOICE OF JEET OFFICIAL

আমাদের কিংবদন্তি কবিদের তৈরি অসাধারণ এবং কালজয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সেই সঙ্গে কিছু নতুন সৃষ্টিকে সঙ্গে নিয়ে এই ইউটিউব চ্যানেল । দেবজিৎ সরকার (জিৎ) -এর আবৃত্তির মাধ্যমে সেই স্মৃতিগুলিকে স্মরণ এবং সতেজ করা, সেই সঙ্গে নতুন কিছু সৃষ্টিকে তুলে ধরার একটি প্রচেষ্টা।