Only one thing to say, Let's Study!
Hello Everyone, I'm Md.Shadman Sakib from BUET WRE'22 . Join us for not just learning but enjoying studying! Because afterall,Enjoyment is the best method for everything.
So Subscribe and Keep Supporting me For more contents and Join our facebook Group and Page!!
Study Freaks
২৪ এর যারা আছো, নিজের এডমিশন পিরিয়ড সম্পর্কে কিছু বলে যাও জুনিয়রদের উদ্দেশ্যে।
9 months ago | [YT] | 11
View 5 replies
Study Freaks
Mentorship Batch এর রুটিন দেয়ার একটা ডেমো 🤞
1 year ago | [YT] | 10
View 7 replies
Study Freaks
Engineering Admission Mentorship Program!!
কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং পড়াশুনা শুরু করে দিয়েছ আস্তে আস্তে ভর্তি পরীক্ষার জন্য। তোমাদের পড়াশুনাকে একটু সহজ এবং ইফেক্টিভ করে তোলার জন্যই আমাদের এই Mentorship Program টি আনা।
তো,কি থাকছে এই প্রোগ্রামে?
1. Precise Mentoring: আমি নিজেই থাকছি এই মেন্টরশিপ প্রোগ্রামে মেন্টর হিসেবে,তোমাদের জার্নি টা সহজ করতে।
2. Daily Tasks: তোমাদের পড়াশুনাকে গোছানোর জন্য প্রতিদিন ই তোমাদের কিছু টাস্ক দেয়া হবে যেটার থ্রু তে তোমরা নিজেদের প্রগ্রেস ট্র্যাক করতে পারবে এবং প্রতিদিন অল্প অল্প করে পড়ার মাধ্যমে অনেক দূর আগাতে পারবে। টাস্ক গুলো দেয়া হবে উদ্ভাস এবং ACS এর সাপ্তাহিক এবং ডেইলি পরীক্ষার উপর বেস করে।
3.Dedicated Problem Solving Group: তোমাদের নিজেদের মধ্যে যেকোনো প্রবলেম সলভ করার জন্য থাকবে আলাদা একটি গ্রুপ যেখানে নির্দ্বিধায় যেকোনো ম্যাথ বা থিওরি রিলেটেড প্রবলেম শেয়ার করতে পারবে। কেউ না কেউ সলভ দিবেই!
4.Tricks To Study Easier: আমি নিজে যেসব ট্রিক্স এবং টিপস ইউজ করেছি সেগুলা সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব যেন তোমরাও অনেক বেশি বেনিফিটেড হতে পারো।
5.Duration: এটার সময়কাল হবে একদম শেষ ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত।
6. Weekly Zoom Sessions: প্রতি সপ্তাহে একটি করে জুম সেশন করা হবে যেখানে সামনাসামনি তোমাদের প্যারা গুলো বলতে পারবে।
Fee: 799Tk (Till September 9)
Bkash: +8801758120757
Form: forms.gle/i2GF3SV9FZngD2He6
আশা রাখছি তোমাদের ভার্সিটি ভর্তি জার্নি টা একটু হলেও সহজ করতে পারব।
1 year ago | [YT] | 17
View 2 replies
Study Freaks
কোটা আন্দোলন নিয়ে অনেকে আমার স্ট্যান্ড জিজ্ঞেস করছিল।
একটাই কথা বলব,
"কোটা না মেধা?
মেধা মেধা।"
1 year ago | [YT] | 94
View 5 replies
Study Freaks
ফিজিক্স রিভাইস দেয়ার ক্ষেত্রে কিছু পন্থাঃ
১। Thoroughly পুরা বই পড়ার দরকার নাই, পড়ার প্যাটার্ন হবে
টাইপ ওয়াইজ থিওরি > সেই রিলেটেড ম্যাথ > ক, খ
২। সবার আগে তোমার করা Previous নোটস পড়তে হবে, মেইন বই পড়ার সময় নাই এখন আর।
৩। ক্লাস করার একেবারেই দরকার নাই, লাগলে ছোট কনসেপ্ট গুলার যেই জায়গায় প্রবলেম সেই জায়গা গুলা দেখতে পারো।
৪। ক্যালকুলেটর হ্যাকস গুলা দেখবা । এটা MCQ এর জন্য মাস্ট!
৫। যথা সম্ভব নিজেকে শান্ত রাখবা। বেশি টেনশন লাগলে দুই রাকাত সালাতুল হাজত পড়ে নিবা,ইনশাল্লাহ টেনশন করবে না আর।
যেকোনো প্রকারের প্রশ্ন থাকলে কমেন্ট করবে!!!
1 year ago | [YT] | 57
View 17 replies
Study Freaks
Hsc 25,26 এর Mentorship Programme তে এনরল করার লাস্ট দিন 28 June.
যারা এনরোল করো নাই,শিগগিরই করে ফেলো!
1 year ago | [YT] | 9
View 0 replies
Study Freaks
তোমরা যারা Organic পড় নাই কিন্তু HSC তে একটা ব্যাক আপ রাখতে চাও, নিচে কিছু টপিক দিচ্ছি । শুধু সেগুলা পড়ে যাবা এবং পরীক্ষা শেষে Organic Answer না করলেও আমাকে একটা Thank you দিবা।
১। সমস্ত নামধারী বিক্রিয়া গুলা এবং তাদের মেকানিজম।
২। আলোক সমানুতা ( পুরা টা )
৩। প্রত্যেকটা জিনিসের শনাক্তকারী বিক্রিয়া। যেমনঃ অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া, অ্যালডিহাইডের শনাক্তকারী বিক্রিয়া ইত্যাদি।
৪। অ্যারোম্যাটিক পুরাটা (এখান থেকে একটা CQ Must আসবেই,না আসলে আমার নাম তেলাপোকা)
৫। সিস ট্র্যান্স সমানুতা
৬। Sn1, Sn2 মেকানিজম এবং পার্থক্য ।
1 year ago | [YT] | 31
View 4 replies
Study Freaks
সামনে HSC, পড়তে বসেছ, কিন্তু পড়া হচ্ছে না, ছটফট লাগতেসে। কি হবে এক্সামে কি হবে, পাস করবো তো? গোল্ডেন না পেলে মুখ দেখাবো কিভাবে? বুক ফেটে কান্না আসতেসে, এই ২ বছর কি করলাম, পড়লাম না কেন??? নিজেকে চড় মারতে ইচ্ছা করতেসে।
আমার কথা শুনো, বই টা বন্ধ করো। এক গ্লাস পানি খাও, সুন্দর করে ওযু করে দুই দুই করে ৪ রাকাত সালাতুল হাজতের নামায পড়ে উনার কাছে মন খুলে সব কষ্টের কথা বলো আর চোখের পানি ফেলো।
বিশ্বাস করো, উনি এই দৃশ্য দেখে এত খুশি হবেন যে তোমাকে তোমার প্রাপ্য থেকেও অনেক বেশি কিছু দিয়ে দিবেন।
পোলাপাইন,একটা কথা সবসময় মাথায় রাখবা। জীবনে যত কষ্ট,দুঃখ, ঝামেলা, যন্ত্রনা আসুক না কেন , কারো সাথে শেয়ার করার দরকার নাই। উপরে একজন আছে বসে। উনার কাছে বলবা সমস্যার কথা। উনি কখনোই তোমাকে নিরাশ করবেন না। এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি!
1 year ago | [YT] | 121
View 1 reply
Study Freaks
আমাদের Mentorship Programme এর Discount টার সময়কাল 21 June পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আর 25 ব্যাচ ও জয়েন করতে পারবে এটায়,আলাদা গ্রুপ থাকবে দুই ব্যাচের।
Form Link: forms.gle/XKGfSA4dGLbrSXzn9
1 year ago | [YT] | 5
View 7 replies
Study Freaks
Hello Study Freaks .
বলতে বলতে আমাদের প্রথম Mentorship Programme চলেই আসলো!
HSC লাইফের একদম শুরুতেই আমি যেই জিনিস টা সবচেয়ে বেশি চাইতাম সেটা হলো একটা Mentor এর Under এ থেকে আমার পড়াশুনা টা কন্টিনিউ করা। কিন্তু তখন তো আর এমন কিছু ছিল না,তাই আমি পাই নাই। কিন্তু তোমাদের যেন এমন না হয় তাই আমি, একজন বড় ভাই হিসেবে তোমাদের জন্য Mentorship Programme টা চালু করছি।
তো কি থাকছে এই প্রোগ্রামে?
🔥আমার নিজের মেন্টরিং,আমি যেভাবে পড়াশুনা করেছি এবং যেভাবে করলে আরো ভালো করতে পারতাম সেগুলার স্ট্র্যাটেজি এবং গাইডলাইন থাকবে।
🔥প্রতি সপ্তাহের শেষে (শুক্রবার) গ্রুপের সবাইকে নিয়ে একটা জুম সেশন হবে যেখানে তোমরা সামনাসামনি কথা বলে তোমাদের সমস্যা গুলো জানাতে পারবে এবং আমি চেষ্টা করব যেন তোমাদের সমস্যা সমাধান হয়।
🔥শুধু পড়াশুনা টা করলেই কিন্তু হয় না, দরকার হয় একটা সুন্দর Lifestyle এবং Proper Mental Support! এখানে সব কিছুই পাবে।
🔥প্রবলেম সলভিং একা করতে কষ্ট হচ্ছে? হাল ছেড়ে দিচ্ছ? আমাদের এই প্রোগ্রামে আসলে এমন আর মনে হবে না,কারণ এখানে থাকছে ডেডিকেটেড প্রবলেম সল্ভিং গ্রুপ যেখানে তোমরা সবাই ই নিজেদের মধ্যে প্রবলেম সল্ভিং টা চালু রেখে একে অপরকে সাহায্য করতে পারবে এবং নিজের প্রিপারেশনটাও দেখে নিতে পারবে।
🔥যেহেতু এটা একদম প্রথম প্রোগ্রাম আমার, তাই এটার সময়কাল হবে 3 মাস। সাড়া ভালো হলে আরো জোস করে প্রোগ্রাম টা নামাবো।
🔥HSC 25 can also Enroll in this if they need it.
প্রোগ্রাম টা শুরু হবেঃ June 25,2024
Programme Fee: 399 টাকা ( 18 June পর্যন্ত,এরপরে দিলে 499 Tk)
ফি দেয়ার শেষ দিনঃ 23 June,2024
Bkash : +8801765236147
ফি দেয়ার পর গুগল ফর্ম টা ফিলাপ করবে (MUST)
Form link: forms.gle/3a445Mn9gTHLyas18
আশা রাখি তোমাদের জন্য কিছু হলেও করতে পারব।
আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবা!!
1 year ago (edited) | [YT] | 20
View 2 replies
Load more