সামনে HSC, পড়তে বসেছ, কিন্তু পড়া হচ্ছে না, ছটফট লাগতেসে। কি হবে এক্সামে কি হবে, পাস করবো তো? গোল্ডেন না পেলে মুখ দেখাবো কিভাবে? বুক ফেটে কান্না আসতেসে, এই ২ বছর কি করলাম, পড়লাম না কেন??? নিজেকে চড় মারতে ইচ্ছা করতেসে।
আমার কথা শুনো, বই টা বন্ধ করো। এক গ্লাস পানি খাও, সুন্দর করে ওযু করে দুই দুই করে ৪ রাকাত সালাতুল হাজতের নামায পড়ে উনার কাছে মন খুলে সব কষ্টের কথা বলো আর চোখের পানি ফেলো।
বিশ্বাস করো, উনি এই দৃশ্য দেখে এত খুশি হবেন যে তোমাকে তোমার প্রাপ্য থেকেও অনেক বেশি কিছু দিয়ে দিবেন।
পোলাপাইন,একটা কথা সবসময় মাথায় রাখবা। জীবনে যত কষ্ট,দুঃখ, ঝামেলা, যন্ত্রনা আসুক না কেন , কারো সাথে শেয়ার করার দরকার নাই। উপরে একজন আছে বসে। উনার কাছে বলবা সমস্যার কথা। উনি কখনোই তোমাকে নিরাশ করবেন না। এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি!
Study Freaks
সামনে HSC, পড়তে বসেছ, কিন্তু পড়া হচ্ছে না, ছটফট লাগতেসে। কি হবে এক্সামে কি হবে, পাস করবো তো? গোল্ডেন না পেলে মুখ দেখাবো কিভাবে? বুক ফেটে কান্না আসতেসে, এই ২ বছর কি করলাম, পড়লাম না কেন??? নিজেকে চড় মারতে ইচ্ছা করতেসে।
আমার কথা শুনো, বই টা বন্ধ করো। এক গ্লাস পানি খাও, সুন্দর করে ওযু করে দুই দুই করে ৪ রাকাত সালাতুল হাজতের নামায পড়ে উনার কাছে মন খুলে সব কষ্টের কথা বলো আর চোখের পানি ফেলো।
বিশ্বাস করো, উনি এই দৃশ্য দেখে এত খুশি হবেন যে তোমাকে তোমার প্রাপ্য থেকেও অনেক বেশি কিছু দিয়ে দিবেন।
পোলাপাইন,একটা কথা সবসময় মাথায় রাখবা। জীবনে যত কষ্ট,দুঃখ, ঝামেলা, যন্ত্রনা আসুক না কেন , কারো সাথে শেয়ার করার দরকার নাই। উপরে একজন আছে বসে। উনার কাছে বলবা সমস্যার কথা। উনি কখনোই তোমাকে নিরাশ করবেন না। এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি!
1 year ago | [YT] | 121