এই পৃথিবীতে কেউ হয়তবা অনেক ভালো, কেউ অনেক বেশি খারাপ, কেউ আবার মাঝামাঝি পর্যায়ের। কিন্তু মানুষ জন্মগতভাবে কখনই খারাপ থাকে না। পরিবেশগত কারণে বা অন্য কোনো বাস্তব কারণে খারাপের পথে অগ্রসর হয়। তবুও সব মানুষের ভেতরেই একটি পবিত্র সত্ত্বা রয়েছে। পৃথিবীটিতে অনেক খারাপ কাজের মাঝে নিজেকে ভালো রাখাও অনেক কঠিন একটি কাজ। জীবনের প্রতি ক্ষেত্রে আমরা সবাই ভাল কিছু চাই। চাই আমাদের সাথে ভাল কিছু ঘটুক। চাই সুখী হতে, মন ভাল রাখতে, সাফল্য লাভ করতে।আমি যদি বলি, এই যে বেঁচেআছি;কতজন কতরকম কতকিছু করছি। কেন করছি? উত্তর হবে সেই, “ভাল” র জন্যই। আমরা সবাই ভালভাবে বেঁচে থাকতে চাই। এখন আসি মূল প্রসঙ্গে, যে “ভাল”র পেছনে প্রতিনিয়ত আমরা দৌড়াচ্ছি, সে “ভাল”র সৌরভ কিভাবে আমাদের নিজেদের মধ্যে, এই সমাজের মধ্যে, দেশের মধ্যে ছড়াবে? এর যুক্তিসঙ্গত এবং ভাল একটা সমাধান হলো আমাদের সবার “ভালো মানুষ” হয়ে যাওয়া। এখন একটা প্রশ্ন জাগে, তাহলে “ভালো মানুষ” মানে কেমন মানুষ বুঝায়? আমার সল্পজ্ঞানের উপর নির্ভর করে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমার চ্যানেল।