mahfuz art of nature (القرآن)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ মহা গ্রন্থ পবিত্র কুরআনে বলা হয়েছে....
"তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে আল্লাহ সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর তিনি পুর্নবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম।" সূরা আনকাবুত ২৯ঃ২০

তাই ভ্রমণ করো পৃথিবীর বুকে আর সাথে শোনো হৃদয় ছোঁয়া কুরআন তেলাওয়াত! এ বিষয়টি কে সামনে রেখে মাহফুজ আর্ট অফ নেচার সহজ বাংলা কুরআন শরীফ নিয়েই কাজ করছি, যেখানে ১১৪টি সূরার বাংলা অনুবাদের পাশাপাশি পবিত্র কুরআনে সাথে সম্পর্কিত বিভিন্ন জায়গায় ভিডিও ব্যাকগ্রাউন দেয়ার চেষ্টা করেছি ! আমার কুরআন ভালো লাগার মূল অনুপ্রেরণা ছিলেন আমার "মা"! কেননা আম্মার মুখে সবসময় সুন্দর সুন্দর আয়াত শুনতাম! আজ উনি বেচেঁ নেই! ৪ বছর হলো মা' কে অনেক মিস করি! মহান আল্লাহ তাআ'লা আমার মা' সহ সকল মা' কে জান্নাতুল ফেরদৌস দান করুণ! "রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা"

আমিন!

মাহফুজ মিসবাহ উদ্দিন محفوظ مصباح الْدِّين ▶ e- mai : mahfuz008@gmail.com


mahfuz art of nature (القرآن)

হে আল্লাহ হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম আজীবন চলবে!

আবরাহ ফাহাদ থেকে ওসমান হাদি, সবাই এই সংগ্রামের সাথী।

17 hours ago | [YT] | 154

mahfuz art of nature (القرآن)

আজকে সকাল সাড়ে দশটায় মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পে যে ভয় পেয়েছি মনে হচ্ছিল আজকেই শেষ আর মনেহয় থাকবোনা, মহান আল্লাহর অশেষ রহমত! তিনিই হেফাজতের মালিক সকল কৃতজ্ঞতা তারঁই!
এখন ভাবছি কিয়ামতের কথা, সেটা তো এর আরও শতগুণ ভয়ংকর সেটা কিভাবে মানুষ সহ্য করবে??

3 weeks ago | [YT] | 466

mahfuz art of nature (القرآن)

আমাদের দেশে যখন ভারতীয় নর্তকী আসে তখন নিরাপত্তা সমস্যা হয়না , যখন কুরআনের জ্ঞান অর্জন এর চিন্তা করা হয় তখনই ওদের চুলকানি শুরু হয় , এখন মনে হচ্ছে দেশটা এখনও ভারতীয় দালালের খপ্পরে....

অনেক আগে এ ভারতীয় উপমহাদেশে হিন্দু জমিদারের প্রভাব ছিলো তারা ছিল অনেক যেমন হিরক রাজার মতো তারা মুসলমানদের ভয়পেতো এবং তারা মনে করতো জ্ঞান অর্জন করলে সমস্যা তাই তারা এর অন্তরায় হতো , বর্তমানে ও আমরা আরেক হিরক রাজার দেশে আছি

যিনি জ্ঞানের আলোকবর্তিকা হাতে নিয়ে গোটা পৃথিবীর কোটি তরুণকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করেছেন, আজ তাঁর জন্য বাংলাদেশের দরজা বন্ধ! কেন? তাঁর অপরাধ কী? যে মানুষ যুক্তির তলোয়ারে অজ্ঞতার শৃঙ্খল ভেঙেছেন, তাকে ভয় পেয়েছে কে?

আমি মনে করি এটি কেবল একজন মানুষের প্রবেশে নিষেধ নয়, এটি জ্ঞানের বিরুদ্ধে এক প্রতীকি যুদ্ধ, এটি এক জাতির আত্মাকে স্তব্ধ করার চেষ্টা।

সীমানার ওপার থেকে আমাদের কণ্ঠরোধ করে ওরা ইসলামকে নীরব করতে পারবে না, সত্যকে নির্বাসিত করতে পারবে না, চিন্তার মশালকে নিভিয়ে দিতে পারবে না।

আমাদের অবশ‍্যই দরজা খুলে দিতে হবে জ্ঞানের পথ , রুখতে হবে ভারতীয় দালালদের, যুদ্ধ এখনও শেষ হয়নি।

1 month ago | [YT] | 532

mahfuz art of nature (القرآن)

যারা কুরআন সম্পর্কে জানতে চায়না এবং তা থেকে দুরে থাকে অথচ সমাজে কথা বলে বড় বড় ,বিভিন্ন সমাজিক ও মিডিয়ার দায়িত্ব বিভিন্ন বিশ্লেষণের ভুমিকা পালন করে তাদের কে বিবেকহীন নির্বোধ মনে হয়! বর্তমান সমাজে তাদের থেকে Ai অনেক বুদ্ধিমান..... Ai এর বিশ্লেষণ :

পবিত্র কোরআন বিবেকবান মানুষের জন্য কোনো সুনির্দিষ্ট সংখ্যায় উদাহরণ দেয়নি, বরং তাদের নিজস্ব বিবেক ও বুদ্ধি ব্যবহার করে ন্যায়-অন্যায়ের বিচার করতে উৎসাহিত করে এবং আল্লাহ্‌র নিদর্শনাবলী নিয়ে চিন্তা করতে আহ্বান জানায়। যারা কোরআন ও ইসলামের নির্দেশনা মেনে চলে, তাদের জন্য জান্নাতে পুরস্কার এবং যারা তা প্রত্যাখ্যান করে, তাদের জন্য জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে।
কোরআনের মূলনীতি:

বিবেকের ব্যবহার:
কোরআনে মানুষকে বিবেক-বুদ্ধি, বিবেচনা ও চিন্তাশক্তি দিয়ে সৃষ্টি করার কথা বলা হয়েছে, যাতে তারা ন্যায়-অন্যায় বুঝতে পারে।

আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা:
কোরআন মানুষকে মহাবিশ্ব ও প্রকৃতির মধ্যে বিদ্যমান আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা ও গবেষণা করতে উৎসাহিত করে।

অন্ধ আবেগের বিরোধিতা:
কোরআন মানুষের বিবেককে অন্ধ আবেগের উপরে স্থান দিয়েছে। তাই ধর্মীয় কোনো বিষয়ে মানুষের নিজস্ব অভিমত বা বিবেক বিবেচনাকে সরাসরি প্রত্যাখ্যান করা হয় না, বরং তা সঠিক পথে পরিচালিত করতে উৎসাহিত করা হয়।

আখিরাতের পুরস্কার ও শাস্তি:
যারা আল্লাহর নির্দেশনা অনুসরণ করে এবং ন্যায়-অন্যায় বিচার করার জন্য তাদের বিবেককে ব্যবহার করে, তাদের জন্য জান্নাতে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে, যারা আল্লাহর নির্দেশনা প্রত্যাখ্যান করে, তাদের জাহান্নামের শাস্তি দেওয়া হবে।

শারীরিক ও মানসিক শাস্তি:
কোরআনে যাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে উপলব্ধি করতে পারে না, এমন বিবেকহীন মানুষদের জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে এমন উল্লেখ আছে।

মহান আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ রাখুন এবং কুরআন কে মনে প্রানে বুঝতে পারার ও আমল করার তৌফিক দান করুন , আমিন

2 months ago (edited) | [YT] | 4,112

mahfuz art of nature (القرآن)

আলহামদুলিল্লাহ,
দেখতে দেখতে আমার ইউটিউব আজ ২ মিলিয়ন (২০,০০,০০০ বিশ লক্ষ) পরিবারে পা রাখলো! ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের! যাদের এখনও অনেক ভালোবাসা ও অনুপ্রেরণায় দিয়ে যাচ্ছেন!
মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় এক এক করে ১১৪টি সূরা এর অনুবাদ শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ! আসলে সব কিছুই মহা বিশ্বের মালিক মহান আল্লাহ তাআলার ইচ্ছে! উনি যদি দয়া না করতেন তাহলে কখনও সম্ভব হতো না!

সেই সাথে মনথেকে দোয়া করছি হে আল্লাহ, উত্তরার মাইলস্টোন কলেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধ স্কুলে কোমলমতি বাচ্ছাদের পরিবারগুলোকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি
হে আল্লাহ, নিহতের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন,আমীন

4 months ago | [YT] | 2,574

mahfuz art of nature (القرآن)

উত্তরার মাইলস্টোন কলেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে যে বিভীষিকা নেমে এসেছে, তা ভাষায় প্রকাশের নয়। অগ্নিদগ্ধ স্কুল ছাত্র-ছাত্রিদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। হে আল্লাহ, পরিবারগুলোকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হে আল্লাহ, নিহতের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন,আমীন🤲🏻

4 months ago | [YT] | 1,113

mahfuz art of nature (القرآن)

আলহামদুলিল্লাহ! যারা ছোট্ট সুরা শুনে শুনে মুখস্ত করতে চান তাদের জন্য (৩০পারা আমপারা ) সব ছোট্ট ছোট্ট সুরার মোবাইল ভার্সন shorts video থাকছে প্রতিদিন ইনশাআল্লাহ! বিস্তারিত লিংকে কমেন্টে....youtube.com/@mahfuz_art_of_nature_Official/shorts

7 months ago | [YT] | 3,674

mahfuz art of nature (القرآن)

আলহামদুলিল্লাহ! যারা ছোট্ট সুরা শুনে শুনে মুখস্ত করতে চান তাদের জন্য (৩০পারা আমপারা ) সব ছোট্ট ছোট্ট সুরার মোবাইল ভার্সন shorts video থাকছে প্রতিদিন ইনশাআল্লাহ! বিস্তারিত লিংকে কমেন্টে....youtube.com/@mahfuz_art_of_nature_Official/shorts

7 months ago (edited) | [YT] | 411

mahfuz art of nature (القرآن)

وَ مَا لَكُمۡ لَا تُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ الۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَ النِّسَآءِ وَ الۡوِلۡدَانِ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ هٰذِهِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَهۡلُهَا ۚ وَ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡكَ وَلِیًّا ۚۙ وَّ اجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡكَ نَصِیۡرًا ﴿ؕ۷۵
﴾তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী-পুরুষ আর শিশুদের (রক্ষার) জন্য লড়াই করবে না, যারা দু‘আ করছে- ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এ যালিম অধ্যূষিত জনপথ হতে মুক্তি দাও, তোমার পক্ষ হতে কাউকেও
আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকেও আমাদের সাহায্যকারী করে দাও।’
-75 সূরাঃ আন-নিসা
And what is [the matter] with you that you fight not in the cause of Allah and [for] the oppressed among men,
women, and children who say, "Our Lord, take us out of this city of oppressive people and appoint for us from Yourself a protector and appoint for us from Yourself a helper?"

8 months ago | [YT] | 10,096

mahfuz art of nature (القرآن)

ফিলিস্তিনিদের উপর যে নির্মম নির্যাতন করছে ইহুদী বাহিনী। এই অত্যাচারের বিচার দুচোখে দেখে যেতে পারি। আমিন ইয়া আল্লাহ 😓🤲☝️আল্লাহুম্মাগ ফিরলি😓🤲☝️আমিন😓🤲🤲☝

8 months ago | [YT] | 1,480