কৃষি ও কৃষকের কথা

আমার চ‍্যানেলে কৃষি ও কৃষকের কথা আলোচনা করি। আসুন কৃষি ও কৃষকদের ভালোবাসি🥰🥰


কৃষি ও কৃষকের কথা

ধাঁধা: “ছোট ছোট ঘর, গুঞ্জন ভরে—পরাগ বয়ে মাঠে মোরে।”

1 month ago | [YT] | 0

কৃষি ও কৃষকের কথা

🟩 পর্ব ১: কৃষক কে?

কৃষক—এই একটি শব্দেই লুকিয়ে আছে জীবন, জমি আর জীবিকা।
তিনি শুধু মাঠে কাজ করেন না, তিনি দেশের খাদ্যনিরাপত্তার মূল ভরসা।
তিনি বীজ বোনেন, মাটি চাষ করেন, পানি দেন, আগাছা তুলেন, কীট দমন করেন—অথচ অধিকাংশ সময় থেকেই যান আমাদের দৃষ্টির বাইরে।

একজন প্রকৃত কৃষক মানে:

ভোরের আলো ফোটার আগেই যার দিন শুরু,

মাথায় গামছা বেঁধে রোদ-বৃষ্টি ভুলে কাজ করে যিনি,

পরিবার ও জাতির মুখে খাবার তুলে দিতে ঘাম ঝরান যিনি।

কৃষক কেবল একটি পেশা নয়, এটি এক মহৎ দায়িত্ব —
যা অনেকেই বোঝে না, কিন্তু প্রত্যেকে উপকৃত হয়।

আজ এই প্রথম পর্বে আমরা তাকে চিনলাম।
পরবর্তী পর্বে জানবো—"একজন কৃষকের একটি দিন কেমন কাটে?"

কৃষি ও কৃষকের কথার পাশে থাকবে❤️

2 months ago | [YT] | 1

কৃষি ও কৃষকের কথা

ঈদের আনন্দ ভাগাভাগি❤️❤️❤️

4 months ago | [YT] | 1

কৃষি ও কৃষকের কথা

হাসতে হবে??

4 months ago | [YT] | 2

কৃষি ও কৃষকের কথা

মাটির টানে, কৃষকের প্রাণ—এই নদীর ধারে স্বপ্ন বোনে আমার বাংলাদেশ।"
#কৃষি #গ্রামবাংলা #কৃষকেরকথা #সবুজবাংলা #মাটিরগন্ধ

4 months ago | [YT] | 2

কৃষি ও কৃষকের কথা

বিঃ দ্রঃ কৃষি ও কৃষক বাঁচলে বাঁচবে দেশ🥰।

6 months ago | [YT] | 1

কৃষি ও কৃষকের কথা

 একটি কৃষি প্রধান নদীমাতৃক দেশ। এসব দেশের মানুষের নানান উপার্জনের দিক হলো কৃষি। আর এইসব প্রেক্ষাপটের কৃষককে বলা হয় জাতির মেরুদন্ড

9 months ago | [YT] | 1

কৃষি ও কৃষকের কথা

সবুজ মাঠের বুকে ছড়িয়ে আছে তোমার ঘ্রাণ। তাই তো সবুজ মাঠ আমার এত্ত প্রিয়।

9 months ago | [YT] | 1

কৃষি ও কৃষকের কথা

সাফল্যের ৩টি শর্তঃ



- অন্যের থেকে বেশী জানুন!





- অন্যের থেকে বেশী কাজ করুন!



- অন্যের থেকে কম আশা করুন!

9 months ago | [YT] | 1

কৃষি ও কৃষকের কথা

জীবনের পাতা মানুষকে যা শিক্ষা দেয়। বইয়ের পাতায় তা থাকে না।

9 months ago | [YT] | 1