কৃষি ও কৃষকের কথা

🟩 পর্ব ১: কৃষক কে?

কৃষক—এই একটি শব্দেই লুকিয়ে আছে জীবন, জমি আর জীবিকা।
তিনি শুধু মাঠে কাজ করেন না, তিনি দেশের খাদ্যনিরাপত্তার মূল ভরসা।
তিনি বীজ বোনেন, মাটি চাষ করেন, পানি দেন, আগাছা তুলেন, কীট দমন করেন—অথচ অধিকাংশ সময় থেকেই যান আমাদের দৃষ্টির বাইরে।

একজন প্রকৃত কৃষক মানে:

ভোরের আলো ফোটার আগেই যার দিন শুরু,

মাথায় গামছা বেঁধে রোদ-বৃষ্টি ভুলে কাজ করে যিনি,

পরিবার ও জাতির মুখে খাবার তুলে দিতে ঘাম ঝরান যিনি।

কৃষক কেবল একটি পেশা নয়, এটি এক মহৎ দায়িত্ব —
যা অনেকেই বোঝে না, কিন্তু প্রত্যেকে উপকৃত হয়।

আজ এই প্রথম পর্বে আমরা তাকে চিনলাম।
পরবর্তী পর্বে জানবো—"একজন কৃষকের একটি দিন কেমন কাটে?"

কৃষি ও কৃষকের কথার পাশে থাকবে❤️

2 months ago | [YT] | 1