আমি অনুষ্কা সরকার।আমার এই চ্যানেলটিতে বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী স্থান সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান, মনীষীদের বাড়ি, রাজবাড়ি ঘুরে দেখানো হবে।এছাড়াও থাকবে বাঙালির দৈনন্দিন জীবনের কিছু চমক।এছাড়াও পাবেন আমাদের নস্টালজিয়া।দুর্গা পূজা,কফি হাউজ, হাওড়া ব্রিজ সহ কলকাতার সুন্দরতম স্থান ঐতিহ্য - আবেগে আপ্লুত বাঙ্গালী জীবনের এক রাশ বাস্তব গল্প।।

হাসি খুশি আর ভালোবাসার আড্ডা ঘর, আমাদের পারিবারিক বন্ধন বা নিজেদের জীবনের এক রাশ অনুভূতি ঘন মুহূর্তের গল্প।আমার পুচ্কু ওমের জীবন কথা,তার মিমির সঙ্গে কাটানো তার মুহূর্ত যাপন।





@