আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম।
আমার ইউটিউব চ্যানেলের নাম "শিল্পকলা"।
আগে আমাদের জেনে নিতে হবে শিল্পকলা বলতে কি বুঝায়?
কেন আমি আমার ইউটিউব চ্যানেলের নাম "শিল্পকলা" দিয়েছি?
🟥
শিল্পকলা বলতে মানুষের আবেগ, চিন্তা ও কল্পনার সৃজনশীল প্রকাশের একটি মাধ্যমকে বোঝায়, যার মাধ্যমে শিল্পী রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে কোনো ধারণা বা অনুভূতি ফুটিয়ে তোলেন এবং তা অন্যের মনে সঞ্চার করেন। একে চারুকলা বা ললিতকলাও বলা হয় এবং এর প্রধান শাখাগুলো হলো দৃশ্যকলা (যেমন চিত্রাঙ্কন, ভাস্কর্য), সাহিত্যকলা (যেমন কবিতা, নাটক) এবং পরিবেশনকলা (যেমন নৃত্য, সঙ্গীত)।
আমার ইউটিউব চ্যানেলে আপনারা যা দেখতে পাবেন তা হলো-
১)চারুশিল্প (Fine Arts)
২)কারুশিল্প(Craft)
৩)সাহিত্যকলা (Literary Art): কবিতা, গল্প,সিরিয়াল, নাটক ও গদ্য এর অন্তর্ভুক্ত।
৪)বিভিন্ন অনুষ্ঠান(Occasions) বা দর্শনীয় স্থান (Tourist Spot) ছবি/ভিডিও।
৫)পরিবেশনকলা (Performing Art): নৃত্য, সঙ্গীত, অভিনয় ইত্যাদি এই শাখার অন্তর্গত।
সবাইকে আবারও ধন্যবাদ।সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন।
শিল্পকলা
তাং:১৩-০১-২০২৬
ধলই
হাটহাজারী, চট্টগ্রাম
বিষয়: কাটিরহাট মহিলা কলেজে রোকেয়া হাউজ।
_____
উদ্বোধন ও শিল্পকলা কার্যক্রম আয়োজন সংক্রান্ত প্রতিবেদন।
_______________________________________________
কাটিরহাট মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে ক্রিকেট খেলা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে কলেজে একটি নতুন ও প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ প্রায় চার (০৪) বছর পর, নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে এই প্রথমবারের মতো শিল্পকলা পেজের উদ্যোগে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়। পূর্বে ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজে যেসব প্রোগ্রাম আয়োজন করা হতো, সেই আদলে প্রায় পাঁচ (০৫) বছর পর এই আয়োজনটি বাস্তবায়নের প্রচেষ্টা গ্রহণ করা হয়।
রোকেয়া হাউজ স্ব-দায়িত্ব নিয়ে বাকি ৩ হাউজও ডেকোরেট করে।
উক্ত অনুষ্ঠানের অন্যতম প্রধান অংশ ছিল ও রোকেয়া হাউজের আনুষ্ঠানিক উদ্বোধন ও কেক কাটা অনুষ্ঠান।
এই উদ্বোধনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন
কাটিরহাট মহিলা কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব কল্যাণ নাথ স্যার এবং বিশেষ অতিথি
সম্মানিত উপাধ্যক্ষ জনাবা শেখ সুসমিতা সুলতানা ম্যাম।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
এই আয়োজন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুমতি ও সার্বিক সহযোগিতা প্রদান করায়
মাননীয় অধ্যক্ষ স্যার ও উপাধ্যক্ষ ম্যামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অধ্যক্ষ মহোদয় এ ধরনের গঠনমূলক ও সহশিক্ষা কার্যক্রমে সর্বদা আগ্রহী এবং সহায়ক ভূমিকা পালন করে থাকেন।
এছাড়াও রোকেয়া হাউজের তত্ত্বাবধায়ক প্রফেসর জনাব আশিক সায়েম চৌধুরী স্যার-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য।
🌸
আমি এই সাহস ও অনুপ্রেরণা পেয়েছি দুইজন মহৎ ব্যক্তিত্বের কাছ থেকে—
বেগম রোকেয়া এবং কামিনী রায়।
তাঁদের চিন্তা, সংগ্রাম ও আদর্শই আমাকে এগিয়ে যেতে শক্তি জোগায়। ✨ 💪🌸
🟩⬜
⬜বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২) ছিলেন বিংশ শতাব্দীর শুরুর দিকে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, যিনি তীব্র সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে নারীশিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেন। ১৯০৯ সালে স্বামীর মৃত্যুর পর, সমাজ ও আত্মীয়দের রক্তচক্ষু উপেক্ষা করে, মাত্র ৫ জন ছাত্রী নিয়ে তিনি কলকাতার ভাগলপুরে ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন এবং আমৃত্যু নারী মুক্তির জন্য লিখে গেছেন।
⬜🟩
🟩বেগম রোকেয়ার জীবনের উল্লেখযোগ্য সাহসী কাহিনি:
1️⃣অবরোধ ভেঙে শিক্ষা:
রক্ষণশীল পরিবেশে, যেখানে নারীরা পর্দা প্রথার কারণে ঘরের বাইরে যেতে পারতেন না, সেখানে রোকেয়া নারীদের শিক্ষা অর্জনের জন্য লড়াই করেন [২]।
2️⃣স্কুল প্রতিষ্ঠা ও বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ: স্বামীর দেওয়া অর্থে ১৯০৯ সালের ১ অক্টোবর ভাগলপুরে এবং পরবর্তীতে ১৯১১ সালে কলকাতায় স্কুলটি স্থানান্তর করেন [১, ৭]। শুধু স্কুল স্থাপনই নয়, লোকলজ্জা ও সামাজিক বাধা উপেক্ষা করে তিনি বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্কুলে আনার জন্য অভিভাবকদের অনুরোধ করতেন [১০]।
3️⃣কলম দিয়ে সমাজ সংস্কার:
তিনি শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, নিজের লেখনীর মাধ্যমে নারী-পুরুষের সমতা ও নারী স্বাধীনতার কথা দৃঢ়ভাবে তুলে ধরেন [৬]। 'সুলতানার স্বপ্ন' (Sultana's Dream) গ্রন্থের মাধ্যমে তিনি নারীশাসিত এক বৈপ্লবিক সমাজের চিত্র তুলে ধরেন [৫]।
4️⃣কঠোর প্রতিকূলতায় অটল:
স্বামীর মৃত্যুর পর নানা দিক থেকে বাধা আসা সত্ত্বেও, তিনি দমে যাননি [৮]। তিনি তার লেখনী ও কাজের মাধ্যমে মুসলিম নারীদের কুসংস্কার থেকে বের করে আনার সাহস যুগিয়েছেন [৬, ১৫]।
বেগম রোকেয়ার এই অদম্য সাহসের জন্যই তিনি নারী জাগরণের অগ্নিশিখা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন [১৪]।
একটি কবিতার পংক্তি স্মরণযোগ্য—
“পাছে লোকে কিছু বলে”,
🟧🟧
🟧"পাছে লোকে কিছু বলে" কবিতাটি কবি কামিনী রায় লিখেছেন। এই কবিতায় সমাজের সমালোচনা ও লোকলজ্জার ভয়ে মহৎ কাজ ও আত্মপ্রকাশের দ্বিধা ফুটিয়ে তোলা হয়েছে। সমাজের নেতিবাচক মন্তব্যের ভয়ে মানুষ কীভাবে ভালো কাজ থেকে দূরে সরে থাকে এবং নিজের স্বপ্ন বিসর্জন দেয়, তা এখানে বর্ণিত হয়েছে।
♻️মূলভাব:
1️⃣ভয় ও দ্বিধা: মানুষ অনেক সময় ভালো কাজ করতে গিয়েও সমালোচনা বা উপহাসের ভয়ে হাত গুটিয়ে বসে থাকে।
2️⃣মানসিক অবরুদ্ধতা: "লোকে কী বলবে" - এই ভীতি মানুষের স্বাভাবিক বিকাশ ও কাজের ইচ্ছাকে অবরুদ্ধ করে দেয়।
3️⃣লক্ষ্যভ্রষ্ট: লোকলজ্জার ভয়ে মানুষ নিজের সততা ও লক্ষ্য থেকে বিচ্যুত হয়, যা একটি সুস্থ সমাজের অন্তরায়।
4️⃣উপেক্ষা করার বার্তা: কবি বোঝাতে চেয়েছেন, লোকলজ্জার ভয় উপেক্ষা করে অদম্য সাহসের সাথে সত্য ও সুন্দরকে বেছে নেওয়া উচিত।
মূলত, এই কবিতাটি পাঠকদের আত্মবিশ্বাস বজায় রেখে সমাজ-সমালোচনা উপেক্ষা করে কল্যাণকর কাজ করার জন্য উৎসাহিত করে।
🤲 আলহামদুলিল্লাহ, এই কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। ভবিষ্যতে ইন শা আল্লাহ আরও পরিকল্পিত ও বৃহৎ পরিসরে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে।
আয়োজনে:
সাদিয়া আলম
অনার্স ২য় বর্ষ
রোকেয়া হাউজ
কাটিরহাট মহিলা কলেজ
🥰🥰
.
.
.
.
#KatiarhatMohilaCollege #শিল্পকলা
#RokeyaHouse #CollegeProgram
#CulturalActivity #StudentInitiative
#WomenLeadership #CollegeLife
#EducationAndCulture #Inspiration
#viralreelsシ
1 day ago | [YT] | 1
View 0 replies
শিল্পকলা
অবশেষে ক্রিকেট খেলার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে প্রীতিলতা হাউজ। 🏏🏆
আর যারা খেলেছে—তারা নারী।
🥰🥰
আমাদের দেশে এখনও কিছু মানুষ মনে করে,
মেয়েরা জন্মায় শুধু স্বামীর সেবা করার জন্য।
মেয়েরা পড়াশোনা করতে পারবে না,
তাদের শিখতে হবে শুধু ঘরের কাজ,
বিয়ের আগে শ্বশুরবাড়ির জন্য প্রস্তুতি,
আর বিয়ের পরে স্বামী ও সংসারের দায়িত্ব—
এ যেন মেয়েদের জীবনের আরেক যুদ্ধ।
কিন্তু আজকের এই যুগের মেয়েরা সব বাধা, সব কুসংস্কারকে উপেক্ষা করে
দেশের জন্য, সমাজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য
দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে। 💪🔥
বেগম রোকেয়া মেয়েদের সেই চিলেকোঠা থেকে বের করে আনার জন্য
আজীবন লড়াই-সংগ্রাম করেছেন।
মেয়েদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি ছিলেন আপসহীন।
আজ মাঠে নামা এই মেয়েরাই প্রমাণ—
মেয়েরা শুধু সংসারের নয়, সমাজ ও দেশেরও শক্তি।আমি রোকেয়া হাউজের একজন সদস্য হতে পেরে সত্যিই গর্বিত ও আনন্দিত।
আমিও বেগম রোকেয়ার আদর্শে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
আমি মেয়েদের অধিকার নিয়ে কাজ করতে চাই।
বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধ করতে চাই।
মেয়েরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে—
তার জন্য সচেতনতা ও বাস্তব উদ্যোগ নিতে চাই।
আমি বিশ্বাস করি,
একজন শিক্ষিত মেয়ে মানেই একটি আলোকিত পরিবার,
আর একটি আলোকিত পরিবার মানেই একটি শক্ত সমাজ।
রোকেয়ার পথেই হাঁটতে চাই—
কারণ পরিবর্তন আসে সাহসী মেয়েদের হাত ধরেই। ✨
✍️ লেখক ও অনুভূতির ব্যক্তি: সাদিয়া আলম,,
এক সাহসী স্বপ্ন,,
.
.
.
.
#Viral #GirlPowerb #WomenPower #নারীর_অধিকার
#EducateGirls #StopChildMarriage
#RokeyaHouse #Inspiration
1 day ago | [YT] | 1
View 0 replies
শিল্পকলা
“Sometimes the best company is yourself. 🕊️✨”
“নিজের সঙ্গে চুপচাপ কথা বলা… কারণ বন্ধুরা সবসময় সময় থাকে না 😄☕”
#Viralpic
3 days ago | [YT] | 0
View 0 replies
শিল্পকলা
Hi everyone, welcome to my new YouTube Community! Now you can post on my channel, too. To get started, tell me in a post what you'd like to see next on my channel.
Visit my Community: youtube.com/@শিল্পকলা-২০২৫/community
1 week ago | [YT] | 1
View 0 replies