শিল্পকলা

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম।
আমার ইউটিউব চ্যানেলের নাম "শিল্পকলা"।
আগে আমাদের জেনে নিতে হবে শিল্পকলা বলতে কি বুঝায়?
কেন আমি আমার ইউটিউব চ্যানেলের নাম "শিল্পকলা" দিয়েছি?
🟥
শিল্পকলা বলতে মানুষের আবেগ, চিন্তা ও কল্পনার সৃজনশীল প্রকাশের একটি মাধ্যমকে বোঝায়, যার মাধ্যমে শিল্পী রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে কোনো ধারণা বা অনুভূতি ফুটিয়ে তোলেন এবং তা অন্যের মনে সঞ্চার করেন। একে চারুকলা বা ললিতকলাও বলা হয় এবং এর প্রধান শাখাগুলো হলো দৃশ্যকলা (যেমন চিত্রাঙ্কন, ভাস্কর্য), সাহিত্যকলা (যেমন কবিতা, নাটক) এবং পরিবেশনকলা (যেমন নৃত্য, সঙ্গীত)।

আমার ইউটিউব চ্যানেলে আপনারা যা দেখতে পাবেন তা হলো-
১)চারুশিল্প (Fine Arts)
২)কারুশিল্প(Craft)
৩)সাহিত্যকলা (Literary Art): কবিতা, গল্প,সিরিয়াল, নাটক ও গদ্য এর অন্তর্ভুক্ত।
৪)বিভিন্ন অনুষ্ঠান(Occasions) বা দর্শনীয় স্থান (Tourist Spot) ছবি/ভিডিও।
৫)পরিবেশনকলা (Performing Art): নৃত্য, সঙ্গীত, অভিনয় ইত্যাদি এই শাখার অন্তর্গত।

সবাইকে আবারও ধন্যবাদ।সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন।