Daily Ayah

আগামীকাল থেকে টানা ৫ দিন এক সুবর্ণ সুযোগ সাওম (রোজা) পালন করে অধিক নেকি হাসিলের -

▪️১২ জমাদিউস সানি (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার - সাপ্তাহিক সিয়াম
▪️১৩ জমাদিউস সানি (৫ ডিসেম্বর) শুক্রবার - আইয়্যামে বীদ্ব
▪️১৪ জমাদিউস সানি (৬ ডিসেম্বর) শনিবার - আইয়্যামে বীদ্ব
▪️১৫ জমাদিউস সানি (৭ ডিসেম্বর) রবিবার - আইয়্যামে বীদ্ব
▪️১৬ জমাদিউস সানি (৮ ডিসেম্বর) সোমবার - সাপ্তাহিক সিয়াম

১) রাসূলুল্লাহ ﷺ বলেছেন, প্রতি চন্দ্র মাসের (আরবী মাসের) ১৩, ১৪, ১৫ তারিখের রোজা সারা বছর রোজা রাখার সমতুল্য। (আবু দাউদ, ২৪৪৯) অর্থাৎ, এই ৩ দিনের রোজার সওয়াব = ১ বছর নফল রোজা রাখার সওয়াব।

২) আবু হুরায়রা (রদি.) বলেন, আল্লাহর রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আমলসমূহ পেশ করা হয়। আমার পছন্দ, আমার আমল যেন পেশ করা হয় আমি সাওমরত অবস্থায়। [জামে তিরমিযী, হাদীস ৭৪৭]

৩) আইশা (রদি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি বেশি খেয়াল রাখতেন। [ইবনু মাজাহ, ১৭৩৯]

নিয়্যাত করে ফেলি সকলে ইনশাআল্লাহ।

1 week ago | [YT] | 11

Daily Ayah

মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।

সূরাঃ আর-রুম, আয়াত ৪১

2 weeks ago | [YT] | 11

Daily Ayah

আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাবের পূর্বে লঘু আযাব আস্বাদন করাব, যাতে তারা ফিরে আসে।

সূরাঃ আস-সাজদাহ, আয়াত ২১

2 weeks ago | [YT] | 23

Daily Ayah

Remember, we did not bother ‘baul’
Bloody ‘baul’ dared to talk foul
We told you, again and again and again ..

আমরা অবশ্যই একটি আদর্শিক সংঘাতের মুখোমুখি।
আপনি সংঘাত এড়াতে চাইলেও,-
সংঘাত আপনাকে ঠিকই খুঁজে নিবে!

Reality Check BD

2 weeks ago | [YT] | 8

Daily Ayah

তোমরা সেই ফিতনাকে ভয় কর যা তোমাদের মধ্যকার শুধুমাত্র যালিম ও পাপিষ্ঠদেরকেই বিশেষভাবে ক্লিষ্ট করবেনা। তোমরা জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর।

সূরাঃ আল-আনফাল আয়াত ২৫

2 weeks ago | [YT] | 15

Daily Ayah

যারা আল্লাহ জাল্লা ওয়া 'আলা এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যাপারে বেয়াদবি করবে, তারা ব্যাকল্যাশ হবে, তা জেনেই সেটা করুক।



- আসিফ আদনান ভাই

3 weeks ago | [YT] | 20

Daily Ayah

পনেরটি অপরাধের কারণে ভুমিকম্প আসবে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান।

তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:


তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:


إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً
যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,


وَالأَمَانَةُ مَغْنَمًا
আমানতের মাল লুটের মালে পরিণত হবে,


وَالزَّكَاةُ مَغْرَمًا
যাকাতকে জরিমানা মনে করা হবে,


وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ
ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে,


وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ

পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে


وَعَقَّ أُمَّهُ
কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,


وَأَدْنَى صَدِيقَهُ

বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে,


وَأَقْصَى أَبَاهُ
কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে,


وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ
মসজিদে কলরব ও হট্টগোল করবে,


وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ
পাপাচারীরা গোত্রের নেতা হবে,


وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে,


وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,


وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ
গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,

وَشُرِبَتِ الْخُمُورُ
মদ পান করা হবে,


وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে,

فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏
তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।


জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১



-মুফতি আরিফ বিন হাবিব হাফি.

3 weeks ago | [YT] | 8

Daily Ayah

আলহামদুলিল্লাহ। গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৭ জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা গিয়েছে। ২৩ নভেম্বর ২০২৫ তারিখ থেকে জুমাদাল আখিরাহ মাসের দিন গণনা শুরু হবে।

নতুন চাঁদ দেখে পড়ার দো‘আঃ

اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ، وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللّٰهُ

অর্থঃ আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব্ব।

[তিরমিযী ৫/৫০৪, নং ৩৪৫১; আদ-দারিমী, শব্দ তাঁরই, ১/৩৩৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৭]

3 weeks ago | [YT] | 11

Daily Ayah

বাংলাদেশে চলতি জুমাদাল উলা মাসের আইয়ামে বীজের নফল রোজার রাখতে হবে নিচের দিনগুলোতে:

তারিখ: ৫, ৬ ও ৭ নভেম্বর ২০২৫ (বুধ, বৃহস্পতি ও শুক্রবার)

প্রতি মাসের এই ৩টি রোজা রাখলে মহান আল্লাহ আপনাকে সারা মাস রোজা রাখার সওয়াব দেবেন! কারণ প্রতিটি নেক আমলের সওয়াব ১০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। (৩ দিন x ১০ গুণ = ৩০ দিনের সওয়াব!)

আইয়ামে বীজের রোজার গুরুত্ব ও ফজিলত: 

● আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমার বন্ধু ﷺ আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু’রাক’আত সলাতুয-যুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।

(সহিহ বুখারী, হাদিস নং ১৯৮১)

● রাসূল ﷺ বলেছেনঃ কেউ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করে তবে তা যেন সারা বছরই সিয়াম পালন করা হলো।

[তিরমিযী, হাদিস ৭৬০]

● ইবন মিলহান আল-কায়সী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে আয়ামে বীয্ অর্থাৎ চন্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন।

তিনি (ইবন মালহান) বলেন, তিনি বলেছেনঃ এ রোযাগুলোর মর্যাদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য।

[আবু দাউদ, হাদিস ২৪৪৯]

আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নফল রোজা রাখার তাওফিক দান করুন। আমীন।

1 month ago | [YT] | 18

Daily Ayah

সালাফদের কেউ কেউ বলেছেন, যখন দেখবে যে তুমি আল্লাহর অবাধ্যতায় কায়েম আছ অথচ এরপরেও আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে যাচ্ছেন, তখন সতর্ক হয়ে যাও। কেননা এটা হচ্ছে ইস্তিদরাজ এর মাধ্যমে তোমাকে ধীরে ধীরে পাকড়াও করা হচ্ছে।

ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[আদ দা ওয়াদ দাওয়া, পৃঃ ৩১, দারু তাইবাহ, ২০১৫ ঈ.]

এই বিষয়টা বোঝার জন্য এই আয়াতটা দেখা যেতে পারেঃ

অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা যখন তা ভুলে গেল, আমি তাদের উপর সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হল, আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম। ফলে তখন তারা হতাশ হয়ে গেল।

সুরা আন'আম, আয়াত ৪৪

2 months ago | [YT] | 25