Daily Ayah

বাংলাদেশে চলতি জুমাদাল উলা মাসের আইয়ামে বীজের নফল রোজার রাখতে হবে নিচের দিনগুলোতে:

তারিখ: ৫, ৬ ও ৭ নভেম্বর ২০২৫ (বুধ, বৃহস্পতি ও শুক্রবার)

প্রতি মাসের এই ৩টি রোজা রাখলে মহান আল্লাহ আপনাকে সারা মাস রোজা রাখার সওয়াব দেবেন! কারণ প্রতিটি নেক আমলের সওয়াব ১০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। (৩ দিন x ১০ গুণ = ৩০ দিনের সওয়াব!)

আইয়ামে বীজের রোজার গুরুত্ব ও ফজিলত: 

● আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমার বন্ধু ﷺ আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু’রাক’আত সলাতুয-যুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।

(সহিহ বুখারী, হাদিস নং ১৯৮১)

● রাসূল ﷺ বলেছেনঃ কেউ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করে তবে তা যেন সারা বছরই সিয়াম পালন করা হলো।

[তিরমিযী, হাদিস ৭৬০]

● ইবন মিলহান আল-কায়সী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে আয়ামে বীয্ অর্থাৎ চন্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন।

তিনি (ইবন মালহান) বলেন, তিনি বলেছেনঃ এ রোযাগুলোর মর্যাদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য।

[আবু দাউদ, হাদিস ২৪৪৯]

আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নফল রোজা রাখার তাওফিক দান করুন। আমীন।

1 month ago | [YT] | 18