Bay of Bengal

গানটি তৈরির সময় থেকেই প্রচন্ড আবেগের একটা ধাক্কা পেতাম আমরা। রিলিজের পর থেকে চেনাঅচেনা এমন অনেক মানুষ গানটির সঙ্গে কানেক্ট করতে পেরেছেন যারা হয়ত জানেন হারানোর অনুভূতিটা কেমন, কিংবা হারিয়ে যাওয়ার অনুভূতিটা কেমন। আর এমন অনেকেই এই ক্ষুদ্র আমাদের জেনেছেন যারা হয়ত এর আগে আমাদের জানতেননা।

নায়লার গল্প বহুবার বলেছি, ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের নেই। গানটির ভিডিও তৈরি করতেও যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের মধ্যে অন্যতম হল মামুন, ইয়াকিন, পাপ্পু। আমাদের এই ভাইগুলোর জন্য অনেক ভালবাসা এবং কৃতজ্ঞতা।

সবশেষে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলি, ১ মিলিয়ন ভিউ এই সময়ে অন্যান্য হিট কন্টেন্টের তুলনায় কিছুই নয়, কিছুই না। কিন্তু আসলেই যে গানগুলো আমাদের একদম অন্তর থেকে আসে, সেই গান আপনারা ১ মিলিয়ন বার না, শুধু ১০০ বার শুনলেও সেটাই আমাদের স্বার্থকতা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের গানগুলোকে একটু একটু করে সবার মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। একবারে হুট করে ভাইরাল হয়ে আবার দুদিন পর ঝরে পরার চেয়ে, আমরা প্রতিদিন বা কদিন পরপর শুধু ওই ৫ মিনিটের জন্যে আপনাদের কানে গেড়ে বসে থাকতে চাই।
আপনার পাশের অসুস্থ মানুষটি যিনি হয়ত মৃত্যুর প্রহর গুনছেন, তার পাশে থাকুন। তার প্রতিটি সেকেন্ডকে আনন্দে ভরিয়ে রাখুন।
সবাই ভালবাসা জানবেন ❤️

ভিডিও লিঙ্ক - https://youtu.be/4lCSJTQJr84

5 years ago | [YT] | 355