SM MEDIA24

আজকে দুপুরে ৪৮ ডিগ্রি তাপমাত্রা ১ঘন্টা ২৩ মিনিট কাজ করি। এবং সৌদি আরবের ৮০ রিয়াল ইনকাম করি । তথা বাংলাদেশি টাকায় ১৮০০ টাকা । এখন কথা হল ? যদি এটা কাউকে বলি তাহলে বলবে, বিদেশে টাকা উড়তেছে, বা উড়ে । আমিও আসবো বিদেশে টাকা ইনকাম করতে । বিদেশে অনেক টাকা। কেউ একটা বারও ভাবে না ৪৮ ডিগ্রি তাপমাত্রা কথা ।কখনো ভাবেনা যে বিদেশে অনেক পরিশ্রম করতে হয় । এবং অনেক বেশি রোদের তাপমাত্রা সহ্য করতে হয়। এবং অন্যান্য অনেক কস্ট যেটা কাউকে বলে বোঝানো যায় না 😭 একমাত্র একজন প্রবাসী বুঝবে একজন প্রবাসীর যন্ত্রনা,কষ্ট,বেদনা 😭 💔আমি বলি কি ভাই । পরিশ্রম করলে অবশ্যই সফল হতে পারবে । সেটা যেকোন বিষয় হোক । অতএব বাংলাদেশ থেকেই পরিশ্রম করতে শিখে যাও এবং তুমি বাংলাদেশ থেকে যদি প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারো। তাহলে সেটা নিয়েই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। কেননা একজন প্রবাসী হয়তো মাসে ৪০থেকে ৫০ হাজার টাকা ইনকাম করে। কিন্তু এই টাকার পেছনে অক্লান্ত পরিশ্রম এবং কষ্ট লুকিয়ে থাকে। যা তোমরা দেখতে পাও না😭 তুমি যদি দেশে কোন কিছু করতে না পারো। যদি ভাবো বিদেশ আসতে চাও । তাহলে আমি বলতে চাই। তুমি যদি কষ্ট কে আপন করে নিতে পারো তবেই প্রবাস নামের জেলখানাতে আসিও। অন্যথায় আসার কোন দরকার নেই 👈 কেননা একজন বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে তাদের সন্তানকে প্রবাসে পাঠায়। যেনো তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে।
নিজের ভবিষ্যৎ গড়তে পারে। { যদি তুমি আত্মত্যাগী হও, যদি তুমি কষ্ট কে আপন করে নিতে পারো, যদি তুমি পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারো,তবে তুমি প্রবাস নামের জেলখানাতে আসিও}

ইতি:একজন প্রবাসী

4 years ago | [YT] | 9