কুরআনের সমস্ত দু'আ পাচ্ছেন একটি মাত্র বইয়ের ভিতরে! _________________________ দু'আ নিয়ে অনেক রকমের বই থাকলেও এখনো পর্যন্ত কুরআনের সকল দু'আকে একত্র করে একটা বইয়ের মধ্যে এনে তারপর সেই দু'আ গুলো নবী রাসুলগন কেন আর কোন পরিস্থিতিতে করেছিলেন সেই ঘটনাগুলো তাফসির ইবনে কাসির থেকে শুরু করে একাধিক তাফসীর গ্রন্থ থেকে সাজিয়ে একই বইয়ের মধ্যে নিয়ে আসা নিঃসন্দেহে এটা উম্মাহর জন্য বড়ই উপকারী কাজ যা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আলোকিত প্রকাশনীকে দয়া করে করার তাওফিক দিলেন যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ফালিল্লাহিল হামদ।
আমরা আল্লাহর কাছে দু'আ করি, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন বইটাকে ঘরে ঘরে পৌছে দেন, উম্মাহর জন্য উপকারী করেন, কুরআনে বর্ণিত নবী রাসুলদের দু'আ গুলো জানার মাধ্যমে এবং সেভাবে দু'আ করার মাধ্যমে যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কল্যাণময় করেন
Alokito Mart
কুরআনের সমস্ত দু'আ পাচ্ছেন একটি মাত্র বইয়ের ভিতরে!
_________________________
দু'আ নিয়ে অনেক রকমের বই থাকলেও এখনো পর্যন্ত কুরআনের সকল দু'আকে একত্র করে একটা বইয়ের মধ্যে এনে তারপর সেই দু'আ গুলো নবী রাসুলগন কেন আর কোন পরিস্থিতিতে করেছিলেন সেই ঘটনাগুলো তাফসির ইবনে কাসির থেকে শুরু করে একাধিক তাফসীর গ্রন্থ থেকে সাজিয়ে একই বইয়ের মধ্যে নিয়ে আসা নিঃসন্দেহে এটা উম্মাহর জন্য বড়ই উপকারী কাজ যা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আলোকিত প্রকাশনীকে দয়া করে করার তাওফিক দিলেন যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ফালিল্লাহিল হামদ।
আমরা আল্লাহর কাছে দু'আ করি, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন বইটাকে ঘরে ঘরে পৌছে দেন, উম্মাহর জন্য উপকারী করেন, কুরআনে বর্ণিত নবী রাসুলদের দু'আ গুলো জানার মাধ্যমে এবং সেভাবে দু'আ করার মাধ্যমে যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কল্যাণময় করেন
★বই- কুরআনে বর্ণিত সকল দু'আ ও তার তাফসির।
★লেখক- মোঃ হাসিবুর রহমান
★শারঈ সম্পাদক- শাইখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী।
★প্রকাশনী- আলোকিত প্রকাশনী
(৩৪ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, মাদ্রাসা মার্কেট, ২য় তলা)
★মুদ্রিত মুল্য ৩৬৫ টাকা।
★ প্রকাশনীর খুচরা মুল্য ২৫০ টাকা।
বই অর্ডার করুন নিচের লিংকে গিয়ে-
forms.gle/J8xNKe3DR3vSz7MJ6
অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও অর্ডার করতে পারেন-
alokitoboibitan.com/books/qurane-bornito-dua/
#দাওয়াতি কাজের জন্য ৫০-১০০ বা আরও বেশি কপি নিতে চাইলে আরও বিশেষ ছাড় দেওয়া হবে ইন শা আল্লাহ
5 years ago | [YT] | 15