Freelancer Robin

ফ্রীলান্সারদের জন্য হালকা কিছু ঈদ টিপস :
•••••••••••••••••••••••••••••••••••••• )
ঈদ এর আমেজ অলরেডি চলে আসছে আমাদের মাঝে । যারা বাড়ি যাওয়ার বাড়ি পৌঁছে গেছে ।
ফ্রীল্যানসিং ওয়ার্ল্ড এর ৪ টি বড় দেশ হলো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আর ফিলিপিন । মানে সব চেয়ে বেশে সংখ্যক ফ্রীলান্সার এই ৪ টি দেশের (রেফারেন্স: payoneer blog)


তারমধ্যে প্রথম ৩ টি দেশের ফ্রীলান্সারদের বড় সংখ্যক হলো মুসলিম যাদের ম্যাক্সিমাম ই - ঈদ এর ছুটি কাটাতে বাড়ি চলে গেছে অথবা মার্কেটপ্লেস এ ভ্যাকেশন এ চলে গেছে। এই প্রতি বছর এই সময়টায় তাই মার্কেটপ্লেস গুলো তে বড় ভ্যাকুয়াম তৈরী হয় ।


যারা আমরা বাড়িতে ঈদ কাটাতে গিয়েছি অথবা যারা ঢাকা তে আছি, তারা যদি প্রতিদিন কিছু ঘন্টা এই মার্কেটপ্লেস গুলো তে সময় দিতে পারি (যেমন আপওয়ার্ক এ কিছু বিড করা, ফাইভার এ একটিভ থাকা/ বায়ার রিকোয়েস্ট পাঠানো) তাহলে কাজ পাওয়া অনেক সহজ হয়ে যায় । কারণ ম্যাক্সিমাম ফ্রীলান্সার ভ্যাকেশন এ চলে যায় এই সময় ।

আমি সব সময় আমার ফ্রীলান্সার স্টুডেন্ট দের এই সাজেশন দিয়ে রাখি।


সোশ্যাল মিডিয়া থেকে ও এই সময় এ অনেক ক্লায়েন্টস পাওয়া যায়, সোশ্যাল মিডিয়া তে নিজের কাজ গুলো /পোর্টফোলিও শেয়ার করলে।
আমার স্টুডেন্টস যারা মার্কেটপ্লেস এ কাজ করছে তাদের জন্য শুভ কামনা । ঈদ মোবারক 🙂

#UtilizeVacation #freelancing #FreelancerRobin

credit: Minhazul Asif

4 years ago | [YT] | 16