ঘরে লোডশেডিং , বাইরে প্রবল বর্ষণ আর সাথে বজ্রবিদ্যুতের ঘনঘটা ⛈️⛈️⛈️⚡⚡⚡এসব দেখে থাকতে না পেরে একটা গান লিখেই ফেললাম।🙈🙈🙈 কাল ই নিয়ে আসছি গান টি । এই প্রথম নিজের লেখা ও সুর করা একটি মৌলিক গান নিয়ে আসছি।আপনারা please গানটি পুরোটা শুনবেন । তাতে as a composer and lyricist হিসেবে আমি অনেকটা উৎসাহিত বোধ করবো 🙏🙏🙏🙏 কাল ঠিক সন্ধ্যা ৬ টায় (at 6:00 pm) আসছি একটা বর্ষনমুখর গান নিয়ে।
Aditi Chakraborty
ঘরে লোডশেডিং , বাইরে প্রবল বর্ষণ আর সাথে বজ্রবিদ্যুতের ঘনঘটা ⛈️⛈️⛈️⚡⚡⚡এসব দেখে থাকতে না পেরে একটা গান লিখেই ফেললাম।🙈🙈🙈
কাল ই নিয়ে আসছি গান টি ।
এই প্রথম নিজের লেখা ও সুর করা একটি মৌলিক গান নিয়ে আসছি।আপনারা please গানটি পুরোটা শুনবেন । তাতে as a composer and lyricist হিসেবে আমি অনেকটা উৎসাহিত বোধ করবো 🙏🙏🙏🙏
কাল ঠিক সন্ধ্যা ৬ টায় (at 6:00 pm) আসছি একটা বর্ষনমুখর গান নিয়ে।
4 years ago | [YT] | 2,557