Bay of Bengal

সকাল থেকে প্রচন্ড কাজের চাপ গেছে আজ। কাঠফাটা রোদে অফিস পর্যন্ত পৌঁছানোর আগেই ক্লান্তি চেপে বসে শরীর জুড়ে। এর মধ্যে রমজান মাস, রুদ্রের আবার রোযা রাখার অভ্যাস। দুপুরের দিকে অফিসে আলাপ চলছিলো, কার বাসায় ইফতারি কত সেরা তা নিয়ে। সবাই মায়ের হাতের বানানো সেরা আইটেমটার গল্প বলছে রসিয়ে রসিয়ে। রোযদার কয়েকজনের জিভে জল এসে গেছে রুদ্র বুঝতে পারছে তাদের দেখেই। ওর অবশ্য খুব একটা খারাপ লাগছেনা শুনতে। মায়ের হাতের রান্না সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, এটা রুদ্রর চেয়ে বেশি আর কে জানে?
কাজের চাপ থাকায় অফিস থেকে ফিরতে আজ দেরী হবে মনে হচ্ছে। অফিসের অন্যান্যরা ব্যাগপত্র গুছিয়ে ছুটছে যে যার বাসায়। রুদ্রের এসবে ভ্রুক্ষেপ নেই। ইফতারিতে কিছু একটা খেয়ে নিলেই হল। কখনো বন রুটি, কখনো ছোলা পিয়াজু...
সন্ধ্যা নেমে প্রায় রাত। অফিস থেকে বাসায় ফিরছে রুদ্র। বেশ বাতাস শুরু হয়েছে। বৃষ্টি আসবে আসবে করছে। রুদ্রের মনটাকে বাতাসটা একটু বিষণ্ণ করে দিয়ে গেল হয়ত। ঘরে ফিরে বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ক্লান্তি চোখে নেমে এলো।
হঠাৎ ফোনে ঘুম ভাংলো রুদ্রের।
- হ্যালো
- কিরে গাধা, কি করিস?
- ঘুম লেগে এসেছিলোরে। কেমন আছিস তুই?
- ভাল। শোন, বাসায় আসতে পারবি? কাল মায়ের জন্মদিন। আবার কাল মা দিবসও। কি জোস হলোনা ব্যাপারটা দোস্ত? আর ঘন্টাখানেক বাকি ১২ টা বাজতে। মাকে একটা সারপ্রাইজ দেব আজ বুঝলি। অন্যরাও আসছে। চলে আয়না দোস্ত!
- শরীরটা খুব খারাপ লাগছেরে। সারাদিন অফিস করে ফিরলাম একটু আগে। চোখ লেগে এসেছিলো। কাল সকালে আবার দৌড়াতে হবে কাজে। আমি কাল নাহয় দেখা করি আন্টির সাথে?
- আচ্ছা যা ভাল মনে করিস। কাল ইফতারি করছি একসাথে তাহলে, ফাঁকি দিলে মাইর খাবি মাথায় রাখিস।
- হাহা! ওকে দোস্ত।
রুদ্রের ওই একটাই বন্ধু নীরব, যে মাঝে মাঝে ফোন করে খোঁজ নেয়। বাকিদের আজকাল আর কোন খোঁজখবর নেই। গেলে সবার সাথে দেখা হত ঠিকই, কিন্তু বিষণ্ণ মন নিয়ে ওখানে যাওয়ার কোন মানে খুঁজে পাচ্ছেনা রুদ্র।
হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হল। ফেসবুকে লগইন করে নিউজফিডটা একটুখানি দেখেই মোবাইলটা নামিয়ে রাখলো রুদ্র। মা দিবস বলে পুরো নিউজফিডটা ছেয়ে গেছে সবার মায়ের সাথে ছবিতে। রুদ্রের কি হিংসা হচ্ছে? কে জানে!
অনেকদিন বৃষ্টিতে ভেজা হয়না। রুদ্র আজ বৃষ্টিতে চুপটি করে বসে ভিজছে। অদ্ভূত এক নীল আলো আজ আকাশে। কিছু তারা দেখা যাচ্ছে বহুদূরে। বৃষ্টিতে আবার তারা দেখা যায় কি করে! রুদ্র কোন উত্তর খুঁজে পেলোনা। অপলক তাকিয়ে আছে রুদ্র, আকাশের তারাগুলোর দিকে।
ওর চোখ বেয়ে জল গড়িয়ে পরছে কিনা, বৃষ্টির জন্য ঠিক বোঝা গেলোনা...

- বখতিয়ার
১১. ০৫. ২০১৯

5 years ago | [YT] | 27