Open mind

আমরা এই প্রতিযোগিতায় কতটুকু জিতবো আর কতটুকু হারবো তা একমাত্র উপরওয়ালাই জানেন। এ দুনিয়াতে এসেছি আমারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। যারা জিতেছে তারা তাদের জন্য বেহেশত তৈরি করে রেখেছেন উনি। আর যারা হেরে গিয়েছেন তাদের জন্য রেখেছেন দুজখ।অলসতার কারনে আমরা অনেক মানুষ দুযকে যাব। অলসতা কে কেন আমি বললাম একমাত্র অলসতার কারণেই আমরা নামাজ পড়ি না। অলসতার কারণে কাজকর্ম আমরা ঠিকমতো করতে পারিনা। অলসতার কারণে সব কাজ পড়ে থাকে। আমারা যদি একটু চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের দুযখ বন্ধ হয়ে যাবে বেহেস্তের রাস্তা সবসময় খোলা থাকবে।

2 months ago | [YT] | 23