News Times Bangla

মাত্র ৫.৭ মাত্রার ভূমিকম্প। অথচ কাঁপন ধরিয়ে দিলো সবার ভেতর। মানুষ সৃষ্টিকর্তাকে ডাকা শুরু করলো। বুঝলো, জীবন ঠুনকো। যেকোনো সময় দম চলে যেতে পারে। সৃষ্টিকর্তাই রক্ষক।

অথচ, জুমা'র নামাজের পরই মানুষ সব ভুলে যাবে। শুরু হবে, দিন-দুনিয়ার ব্যস্ততা। যে ব্যস্ততা মানুষকে রোবট করবে। করবে স্বার্থান্বেষী। প্রতারণা, অন্যায়, অবিচার করতেও দ্বিতীয়বার ভাববে না তারা। যু-দ্ধ করবে, ক্ষমতা মসনদ দখলে। অথচ, প্রকৃতির কাছে দিন-দুনিয়া তাসের ঘর মাত্র!

ছবিটি ঘোড়াশাল খলাপাড়া এলাকায়; ভূমিকম্পে মাটির ঘরও পড়ে গেছে এমন।

1 week ago | [YT] | 23