s Sonali my songsar

2024 শেষ পোস্ট আর ফিরে আসবে না এই চলে যাওয়া সাল বা চলে যাওয়া দিন নতুন বছরের একটা কথা মেনে চলতে হবে সেটা হলো যে যেমন ব্যবহার করবে তার সঙ্গে তেমন ব্যবহার করতে হবে কাউকে উচিত কথা বলতে ভয় পেলে চলবে না সবাই সবার প্রিয় হতে পারে না কিন্তু শত্রু হলেও হতে পারি যে ভালোবাসা দেবে তাকে ভালোবাসা দেবো তাতে আমার যত বড়ই কষ্ট হোক না কেনো স্বার্থের দুনিয়া বস কেউ কারো নয় আমাকে কেউ উপকার করলে আমি সারা জীবন মনে রাখি আর। রাখবো অগ্রিম বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা। ❤❤🎆🎇

8 months ago | [YT] | 28