Huzaifa Enterprize Official

CMEF চায়না মেডিকেল আইটেমের ফেয়ার উপলক্ষে বিজনেস ট্যুরের বিস্তারিত

মেডিকেল রিলেটেড ও হসপিটাল ব্যবসায়ীদের সুবিধার্থে চায়নার গোয়াংজুতে ২৬ থেকে ২৯ শে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য CMEF মেডিকেল আইটেমের ফেয়ার ভিসা টিকেট হোটেল সহ মাত্র এক লক্ষ টাকায় আসা যাওয়া সহ সাত দিনের বিজনেস ট্যুরের কার্যক্রম-

প্রথম দিন : ২৫ সেপ্টেম্বর ২০২৫বৃহস্পতিবার
চায়নার উদ্দেশ্যে রওনা হব,ইন্ শাআল্লাহ।
ভ্রমণ সংক্রান্ত নিয়মাবলী ভ্রমণ খরচ তোলার বিভিন্ন কৌশল সহ সকল বিষয়ে আলোচনা করা হবে। এয়ারপোর্ট বোর্ডিং ইমিগ্রেশন কমপ্লিট করে সকলকে একত্রিত হয়ে চায়নার মেলা কর্তৃপক্ষকে ছবি প্রেরণ।

দ্বিতীয় দিন : ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

চায়না পৌছে রুম বুঝে নেওয়া এবং প্রাথমিক বিশ্রাম নিয়ে দুপুরের আবু ওয়াক্কাস রাঃ মসজিদের জুম্মার নামাজ আদায়, দুপুরে খাবার, সিম কেনা,ভিপিএন চালু করা, মানি এক্সচেঞ্জ করে সন্ধ্যায় নাম পান্তাশার নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও কালচারাল পার্ক উপভোগ করে রুমে ফিরে আসা।

তৃতীয় দিন : ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
চায়না মেডিকেল রিকুইপমেন্ট ফেয়ারে অংশ নেওয়া
বাঙালি পাড়া সানইয়ানলির ঢাকা হোটেল রাঁধুনী হোটেল রেড চিলি ভিজিট
অল্প পণ্য কিনে চাইনা ওয়ার হাউজের মাধ্যমে আনার ডুোর টু ডোর সার্ভিস ভিজিট ও বেইজিং লো হয়ে রুমে ফিরে আসবো

চতুর্থ দিন : ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার

মেডিকেল ইকুইপমেন্ট ফেয়ারে অংশ নেওয়া ও সন্ধ্যায় ক্যান্টন টাওয়ার ভিজিট করে রুমে ফিরে আসবো।

পঞ্চম দিন ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

মেডিকেল ফেয়ার অংশ নেওয়া, বিকালে বাসযোগে সিটি টুর পরে গুয়াংজু অপেরা হাউস ও অলিম্পিক স্টেডিয়াম হয়ে রুমে ফিরে আসবো

ষষ্ঠ দিন ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার

যাদের ব্যক্তিগতভাবে বিভিন্ন মার্কেট বা ফ্যাক্টরি ভিজিট প্রয়োজন তাদেরকে সেই মার্কেট ফ্যাক্টরি ভিজিট এর সুযোগ দেওয়া হবে,খরচ তোলার প্রয়োজনীয় কেনাকাটা, কাপড়ের সর্ববৃহৎ মার্কেট বাইমা ভিজিট ও প্রয়োজন অনুযায়ী প্রত্যেকের ব্যক্তিগত কেনাকাটা করে রুমে ফিরে আসবো।


সপ্তম দিন : পহেলা অক্টোবর ২০২৫ বুধবার
লাগেজ গুছিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হওয়া

এখানে যা আছে এর বাইরেও যদি কারো কোন ডিমান্ড থাকে বললে তাকে তার মার্কেটে পাঠানো হবে, বেশিদিন থাকতে চাইলে পূর্ব থেকে জানালে থাকতে পারবেন।

প্যাকেজের মধ্যে কি কি আছে :
১.আসা যাওয়ার বিমান ভাড়া
২.থ্রি স্টার হোটেলে থাকা
৩. ব্রেকফাস্ট
৪.বাস মেট্রোর ব্যবহার
৫.বাস ও মেট্রোর ভাড়া
৬.রাতের বাংলা খাবার
৭.এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট পিকআপ অ্যান্ড ড্রপ
৮. গাইড
৯.ভিসা

প্যাকেজের বাইরে কি কি আছে :
১.দুপুরের খাবার
২.সকল ধরনের ব্যক্তিগত খরচ
৩.প্যাকেজে উল্লেখ নেই এমন যেকোনো খরচ

প্যাকেজের মূল্য :
চায়না মেডিকেল কেয়ার উপলক্ষে আসা-যাওয়ার সহ সাত দিনের প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা । ফিক্সড প্রাইস

বুকিং দিতে করণীয় :
এখনই বা একান্ত অসুবিধা থাকলে সর্বশেষ ১০আগস্ট 2025 এর মধ্যে সরাসরি অফিসে এসে অথবা মোবাইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে
ভিসা ফি টিকেট ও হোটেল বুকিং বাবদ ৭০,০০০ টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।


#অফিস #Office_Huzaifa
হুজাইফা এন্টারপ্রাইজ
43 হাটখোলা রোড, টিকাটুলি,
চৌধুরী শপিং মল, লেভেল-4,
রাজধানী সুপার মার্কেট এর পাশের বিল্ডিং, ঢাকা 1203।
wa.me/8801618450580
wa.me/8801407028111
wa.me/8801407028112


ট্যুরের সর্বমোট খরচ: ডিরেক্ট ফ্লাইটে আসা যাওয়া টুইন শেয়ার হোটেলে থাকা সকালে ব্রেকফাস্ট রাতের বাংলা খাবার যাতায়াত সব কিছু সহ মাত্র এক লক্ষ টাকা
রেজিস্ট্রেশন :ভিসা ফি, টিকেট হোটেল বুকিং বাবদ এখন মাত্র ৭০ হাজার টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে

প্র্যাকটিক্যালি মেডিকেল আইটেম আমদানি রপ্তানি ও দেশ ভ্রমণ শিখে যে সমস্ত নতুন পুরাতন উদ্যোক্তা ও আমদানি-রপ্তানি কারক চায়নার সঙ্গে খুব সহজে ব্যবসা করতে চায় অথবা যেকোন পণ্য নিয়ে ব্যবসা করবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়, তাদের এই প্রচেষ্টাকে সহজ করার জন্য বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে অঙ্গীকারাবদ্ধ হুজাইফা এন্টারপ্রাইজ নিয়ে আসলো চায়না মেডিকেল ফেয়ারের বিজনেস ট্যুর।

চায়না ভিসা করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি #চায়না_বিজনেস_টুরে কি কি থাকবে :
১.কম খরচে চায়না ঘোরার জন্য চায়না মেট্রোর ব্যবহার ও বাসের ব্যবহার শেখানো
২.মার্কেট কিভাবে ভিজিট করতে হবে, কিভাবে নেগোসিয়েশন করতে হবে, কিভাবে ফ্যাক্টরি ভিজিট করতে হবে প্রাকটিক্যালি শিখানো
৩.নিজেই কিভাবে পণ্য শিপমেন্ট করতে পারেন তা প্র্যাকটিক্যালি দেখানো
৪ .চায়নার গুয়াংঞ্জুতে মেডিকেল আইটেম ফেয়ার ভিজিট করানো
৫.চায়না থেকে যারা বাংলাদেশে পণ্য ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকে, তাদের অফিস ভিজিট করানো
৬.সর্বোপরি ব্যবসায়িক ভিজিট কিভাবে করতে হয়, ব্যবসায়িক চুক্তি কিভাবে করতে হয় তা প্র্যাক্টিক্যাল লিখানো


#অফিস #Office_Huzaifa
হুজাইফা এন্টারপ্রাইজ
43 হাটখোলা রোড, টিকাটুলি,
চৌধুরী শপিং মল, লেভেল-4,
রাজধানী সুপার মার্কেট এর পাশের বিল্ডিং, ঢাকা 1203।
wa.me/01407028112

রিফান্ড পলিসি #RefundPolicy :

১.ভিসা প্রসেসিংয়ে দেওয়ার পূর্বে জানালে সম্পূর্ণ টাকা ফেরত।

২.ভিসা প্রসেসিং দেওয়ার পরে জানালে ভিসা ফি, এয়ার টিকেট ও হোটেল বুকিং আমাদের সার্ভিস চার্জ ১০০০০ টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত। যদি আমরা পাওনা হই সেই টাকা অবশ্যই দিয়ে যেতে হবে যেহেতু কনফার্ম এয়ার টিকেট ও পেইড হোটেল বুকিং দিয়ে ভিসার আবেদন দিতে হয়।

3..ভিসা ও টিকেট কাটার পরে জানালে সম্পূর্ণ টাকা অফেরত যোগ্য।আমাদের বাকি পাওনা টাকা অফিসে জমা দিয়ে যেতে হবে।

4.কোন কারনে ভিসা হতে দেরি হলে তার টিকেট কাটা থাকলে, ভিসা হওয়ার পরে পরবর্তী ট্যুরে তাকে দিয়ে দেওয়া হবে।ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিন্তু কোন টাকা ফেরত পাবে না।

5.যদি কোন ভাবেই তিন মাসের মধ্যে ভিসা না হয় তাহলে ১০ হাজার টাকা সার্ভিস চার্জের সাথে টিকেট ও হোটেল বুকিং ডেমারেজ কেটে রেখে বাকী টাকা ফেরত পাবে।

উপরোক্ত বিষয়টি বারবার পড়ে একমত হলেই টাকা জমা দিবেন, অন্যথায় টাকা জমা দিবেন না।

আল্লাহ আপনার মঙ্গল করুন ও সুখ সমৃদ্ধি দান করুন, আমিন। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে।

5 months ago | [YT] | 10