তথ্যস্রোত

2 weeks ago | [YT] | 0



@tothosroth

নারী শ্রমিকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, চার ঘণ্টা পর স্বাভাবিক মদনপুর নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকালে লারিজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৪ ঘণ্টা পর দুপুরে পরিস্থিতি স্বাভাবিক হয়, শ্রমিকরা কাজে ফিরে যান। নিহত রিনা (৩০) কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার বাসিন্দা ছিলেন। সহকর্মীদের অভিযোগ—অসুস্থ অবস্থায়ও ছুটি না পেয়ে কাজ করতে বাধ্য হন তিনি। পরে অসুস্থ হয়ে পড়ে মারা যান। কারখানা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হওয়ার পরই তাকে হাসপাতালে পাঠানো হয় এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

2 weeks ago | 0