আমি জানি না, মানুষের এত হিংসা আসে কোথা থেকে... একজনের ভালোটা, আরেকজনের চোখে কেন কাঁটার মতো লাগে! কারো সাফল্যে খুশি না হয়ে, হিংসা করে কী লাভ? ভালোবাসা ছড়ালে মানুষ বড় হয়, আর হিংসা পুষে রাখলে ভিতরটা শুধু পোড়ে কয়লা হয় হিংসা না করে আসেন সবাইকে ভালবাসুন দেখবেন নিজের জীবন অনেক সুন্দর হয়ে যাবে শুভরাত্রি সবাইকে যে যেখানে থাকেন ভালো থাকেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা
Harun Rashid
আমি জানি না, মানুষের এত হিংসা আসে কোথা থেকে...
একজনের ভালোটা, আরেকজনের চোখে কেন কাঁটার মতো লাগে!
কারো সাফল্যে খুশি না হয়ে, হিংসা করে কী লাভ?
ভালোবাসা ছড়ালে মানুষ বড় হয়,
আর হিংসা পুষে রাখলে ভিতরটা শুধু পোড়ে কয়লা হয়
হিংসা না করে আসেন সবাইকে ভালবাসুন দেখবেন নিজের জীবন অনেক সুন্দর হয়ে যাবে
শুভরাত্রি সবাইকে যে যেখানে থাকেন ভালো থাকেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা
1 month ago | [YT] | 2