Md Rahamat Ullah

আসসালামু আলাইকুম,
সমাজের কিছু বাস্তব কথা, সময় থাকলে পোস্টটা পড়বেন
সবাইকে কিছু কথা বলতে চাই, যেখানে গেলে নিজেকে ছোট হতে হয় সেখানে না যাওয়ায় ভালো, আবার অনেকে আছে সেখানে বার বার যাই, তাকে অনেকে নির্লজ্জ বলে, আসলে সেটা নির্লজ্জ না সেটাকে বলে ভালোবাসা, যেটা সবাই বুঝতে পারে না, আমার সাথে কয়েকবার এমন ঘটনা ঘটেছে কারো লাইভ থেকে বলেই বের হয়ে আবার তাদের লাইভে গিয়ে দেখি আমাকে নিয়ে কথা হচ্ছে, আমি তাদের নাম বলছি না যেহেতু তারাও আমার মতো ইউটিউবে সফলতা পাওয়ার আসায় কাজ করছে, তাদের যদি আমাকে এতোই খারাপ লাগে, তাদের লাইভে আমি যাই সেটা তারা পছন্দ না করে আমাকে সরাসরি বলে দিতে পারে, তারা তাদের আপন জন নিয়ে থাকুক আমার কোনো সমস্যা নাই, আপনাকে নিয়ে কে কি বলছে সেটা আপনার দেখার কোনো দরকার নাই, তারা তাদের মতো চলুক, অনেকে আছে কেউ দুষ্টামি করলে, বা কারো সাথে কথা-কাটাকাটি হলে না বুঝেই একজনকে নিয়ে নানান রকম কথা বলে, তাকে সরাসরি না বললেও ঠেশ দিয়ে কথা বলে, আমাকে নিয়ে কে কী বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই, আমি শুধু একটা কথাই বলি
("শুন যত বন্ধুগণ বিন্দুকেরে তোমরা কভু ভেবো না দুষমন, তারা ত্বরিকতের ধোপার মতো ধুয়ে করুক পরিষ্কার, নিন্দা করলে কি ক্ষতি আমার, নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তাঁর, নিন্দা করলে কি ক্ষতি আমার")
যাইহোক আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম,

4 days ago | [YT] | 3