YUNUS AMIN RB

আদর্শের পথে এক অবিস্মরণীয় ত্যাগ
সরকারি চাকরিতে সবেমাত্র যোগ দিয়েছেন এক তরুণ চিকিৎসক—ডা. শফিকুর রহমান (হাফিজাহুল্লাহ)।

পোস্টিং হয়েছে সুনামগঞ্জের সরকারি হাসপাতালে, সিনিয়র ডাক্তার হিসেবে। সামনে ছিল এক উজ্জ্বল, নিরাপদ ও সম্মানজনক ভবিষ্যৎ। ডিউটিতে কেটেছে মাত্র ছাব্বিশ দিন...
হঠাৎ এক সকালে সিলেট থেকে ফোন এলো: “আগামীকাল সকাল ১০:৩০ মিনিটে সিলেট জামায়াতে ইসলামীর অফিসে উপস্থিত থাকতে হবে।”
পরদিন ঠিক সময়ে পৌঁছাতে পারেননি। মিটিং শেষ। কিন্তু তাঁকে দেখেই নতুন মিটিং বসলো। দায়িত্বশীলদের সিদ্ধান্ত: “আপনি সিলেটে চলে আসবেন। এখানেই আপনার প্রয়োজন।”
ডা. শফিকুর রহমান কিছুক্ষণ নীরব থেকে শান্ত কণ্ঠে বললেন, “আমাকে মাত্র ত্রিশ মিনিট সময় দিন।”
অফিসের টেবিলেই কলম তুলে নিয়ে লিখে ফেললেন সেই কঠিন সিদ্ধান্ত—তাঁর 'Resignation Letter'।
দায়িত্বশীলরা হতবাক: “এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেন কিভাবে? বাবা-মা, সদ্য বিবাহিত স্ত্রীর সাথে পরামর্শ করবেন না?”
ডা. শফিকুর রহমান হাসলেন: “আমার বাবা-মা কখনোই আমাকে চাকরি ছাড়তে অনুমতি দেবেন না। যদি তাঁদের কথা না মেনে চাকরি ছাড়ি, তবে সেটা হবে অবাধ্যতা। তাই আগে ছেড়ে দিই, পরে জানাই—এতে তাঁদের প্রতি অন্যায় হবে না।”
ভাবুন তো! একজন তরুণ চিকিৎসক, স্ত্রী তখনও ছাত্রী, উপার্জনের অন্য কোনো পথ নেই। তারপরও আল্লাহর পথে, ইসলামী আন্দোলনের আহ্বানে, এক মুহূর্ত দ্বিধা করলেন না। ব্যক্তিগত ভবিষ্যৎকে কোরবান করলেন আদর্শের জন্য।
তিনি কখনো নেতা হতে চাননি, চেয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টি। অথচ আল্লাহ তাঁকেই বেছে নিয়েছেন নেতৃত্বের জন্য।
এই মানুষটিই আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর। মানুষ তাঁকে কেবল “আমীরে জামায়াত” হিসেবেই নয়, চেনে— একজন মানবিক নেতা, আদর্শের সাথে আপোষহীন, বিশ্বাসযোগ্য এবং বিনয়ী ব্যক্তিত্ব হিসেবে। তাঁর আন্তরিকতা ও ত্যাগ প্রমাণ করেছে:
নেতৃত্ব মানে পদ নয়, নেতৃত্ব মানে ত্যাগ, ভালোবাসা, বিশ্বাস আর আদর্শের প্রতি প্রশ্নাতীত আনুগত্যের দীপ্তি।

#ডা_শফিকুর_রহমান
#আমীরে_জামায়াত
#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী
#ইসলামী_আন্দোলন
#ত‍্যাগের_মহিমা
#আদর্শিক_নেতৃত্ব
#নেতৃত্বের_সংজ্ঞা
#আল্লাহর_পথে
#আত্মত্যাগ
#DrShafiqurRahman
#Jamaat
#LeadershipGoals

2 months ago | [YT] | 0