আচ্ছালামুয়ালাইকুম। আশাকরি এই আলোচনা খুবই ফলপ্রসূ হবে। প্রতিক্ষায় আছি।
1 year ago | 1
এই বিষয় নিয়ে আমি চিন্তা করতেছিলাম, আমার চিন্তার প্রতিফলন ঘটতে চলতেছে কাল।
1 year ago | 5
খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা ভুট্টু সাহেবদের চিনতে চাই যারা আল্লাহর দ্বীনকে বিক্রি করে খায় আর নতুন কিছু যুক্ত করে।
1 year ago | 7
ভাই বলার ভাষা নেই। সোশ্যাল মিডিয়াতে আপনার উপস্থিতি যেন কমে না যায় একটা অনুরোধ রইল।
1 year ago | 4
সজল ভাই ভুট্টো সাহেব দের জন্য অনেক অনেক অনেক মানুষ তার আল্লাহ কে চিনতে পারেনি অথচ তারা অনেক ভালো মানুষ সব দিক দিয়ে। আমি আমার আব্বা কে ঠিক এমন পেয়েছিলাম।আজ তিনি নেই, তাই আপনার কথা শুনে আমি কাঁদছি। আপনার book আমি পড়েছি।you tube er সব ভিডিও দেখেছি। আমার আল্লাহ কে কোরান অনুযায়ী পেয়ে আমি শান্তি পেয়েছি। কেঁদেছি মন খুলে। আপনাকে ধন্যবাদ। পরিবারের সবাইকে বোঝানোর চেষ্টা করি দীন সহজ আল্লাহ দয়াময়।আমার রবের কাছে ফেরত যাওয়া অনেক সহজ হয়েছে sir আপনার জন্য।আরো কিছু করেন আমাদের মতো অবুঝ মানুষের জন্য।
1 year ago | 3
আমি পশ্চিম বঙ্গের মালদহ থেকে আপনার ভিডিও দেখি এবং খুব সম্বৃদ্ধ হই। আমার পিতা আমার ৭ বছর বয়সে মারা যান তখন আমার দাদা (ঠাকুর দা) জীবিত ছিলেন , আমি সেই বয়স জানতে পারলাম যে আমি দাদার মৃত্যু হলে আমি তার সম্পত্তির অধিকার পাব না। এটাই নকি শরিয়তের বিধান। আমি আশ্চর্য হলাম। আমার আরও ছোট দুটি ভাই আছে। এই অবস্থায় আমার বিধবা মা অসহায় অবস্থায় পড়লেন। নিরুপায় হয়ে তিনি তিন সন্তান নিয়ে পিতৃগৃহে চলে আসলেন। আমরা ছোট নিরুপায়। ধর্মের প্রতি বিতৃষ্ণা জন্মালো। পরে বড় হয়ে জানতে পারলাম যে তৎকালীন পাকিস্তানের আয়ূব খান উক্ত অমানবিক শরিয়তী আইনের পরিবর্তন ঘটিয়েছেন। এখন সেখানে সব ছেলের পুত্রের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখ জনক ঘটনা যে ভারত রাস্ট্রে তা পরিবর্তন করা হয়নি, ফলে হাজার হাজার এতিম ছেলে এদেশে দুর্দশা গ্রন্থ। তাই আমি কমন সিভিল কোড চালুর পক্ষে অবস্থান নিয়েছি। ধন্যবাদ।
1 year ago | 0
আসলে আমি কখনও পরিচিতের বৃত্তের বাহিরে ভাবতাম না, জনাব সজল সাহেব এর কথা শুনে আমার এখন ভাবতে হচ্ছে
1 year ago | 1
Bhai ইউ টিউব বহুত বাৰ শুনেছি, আজো শুনবো,,,, লেকচাৰ ১ ঘন্টা শুনতে পাব। ধন্যবাদ
1 year ago | 0
মাতৃভাষায় সহজ বাংলা কোরআন মাজীদ শুনুন, আগ্রহ জন্মেছে সজল রোশন ভাই(USA), মাওলানা মোজাম্মেল হক (বরিশাল)এবং স্যার জাকারিয়া কামাল (সাইন্টিফিক তাফসীর), ওনাদের মঙ্গলময় ও সুস্বাস্থ্য জীবন কামনা করছি। youtube.com/@NazmulQuranmajid?si=nbBc7b6dAcO9E6-p
1 year ago | 1
আপনার এই আলোচনায় অনেক মানুষের ধর্মীয় চিন্তাধারায় আমূল পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। ধর্ম বিষয় টি আসলে কি সেটাই তু বেশির ভাগ মানুষ বুঝনা বা জানেনা। ধর্ম শব্দের প্রয়োগ কতটা সঠিক বা উপযোগী সে বিষয়ে আশা করি একটি আলোচনা করিবেন। কারণ পবিত্র আল কুরআনে আল্লাহ বলেছেন " ইন্না দ্বীন আল ইসলাম " তাহলে ধর্ম এবং দ্বীন দুটি কি একি অর্থ ধারণ করে বা দুটি কথার অর্থ কি এক হতে পারে? এবং এই দুটির ব্যাপ্তি ও তাৎপর্য কি একি হতে পারে?
1 year ago | 2
Sajal Roshan
কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ হাদিস রাসূল (সঃ) এর হাদিস নয়| কোরআন বিরুদ্ধ সকল হাদিস ভুট্টু সাহেবদের কথা| কোরআন পরিপন্থী হাদিস সম্পর্কে প্রধান প্রধান হাদিস গ্রন্থগুলো কি বলে ?
বৃহস্পতিবার (এপ্রিল ০৪)
নিউ ইয়র্ক সময় সকাল ৯: ০০ টায়
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ টায়|
1 year ago | [YT] | 300