বাস্তবকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অনেকে কল্পনার জগতে আছে। বাস্তব এটাই এদেশে আওয়ামীলীগ,বিএনপি এবং সমমনাদের কর্মী,সমর্থক অন্তত ৭৫%। অনেকই মুখের জোরে এই সত্যকে অস্বীকার করবে। নির্বাচন হলেই প্রমান হয়ে যাবে কার পক্ষে কত শতাংশ মানুষ আছে। এই ৭৫% সহ আরও অনেক সাধারন মানুষ চাই ইউনুস সাহেব এই মুহুর্তে দায়িত্ব ছেড়ে দিক। আমরা যে যখন কথা বলি,সেই বলে ১৮ কোটি মানুষ এটা চাই,ওটা চাই। আসলে কি কারোর সাথেই ১৮ কোটি মানুষ আছে??
4 days ago | 11
আল্লাহ তায়ালা আপনার যত দিন পর্যন্ত হায়াত দান করেন তত দিন পর্যন্ত আপনি ক্ষমতায় থাকুন। আমিন।
4 days ago | 24
আপনি আরো কিছু দিন থেকে দেশটার বারটা বাজিয়ে দিয়ে যান। যেই পাঁঠা রা চায় আপনি থাকুন সেই পাঁঠা দের মা বোনদের ইজ্জত যখন দিন দুপুরে নষ্ট করবে ঐ দিন পাঁঠা দের চৈতন্য হবে।
4 days ago | 6
ড ইউনূস তো এক বিন্দুও মিথ্যা বলে নাই! জনগণ তো তাই বলে.... ইউনূসের পরবর্তী কাউকে কি ইউনূসের মত যোগ্য মনে করেন। আন্তর্জাতিক মহলের সাথে কথা বলার জন্য বা কোন negotiation করার মতো দ্বিতীয় গ্রহণযোগ্য কেও কি আছে?
22 hours ago (edited) | 1
ডঃ মুহাম্মদ ইউনূস তার দেশের প্রশাসন,, জনগণ এর প্রতি সফট আচরণ করছেন,, উনি হার্ড লাইনে গেলে পনের দিনে সবাই কে সোজা করে ফেলতেন,, উনি দেশের দীর্ঘ মেয়াদি সার্থ,, আন্তর্জাতিক সম্পর্ক,,, প্রবাসী নিয়োগ এই সব নিয়ে কাজ করছেন,,, উনি কুত্তা দের ঘেউ ঘেউ আর কাড়াকাড়ি নিরবে মেনে নিয়েছেন,,, উনি উনার ক্ষেত্রে বাংলাদেশ কে দীর্ঘ মেয়াদি আলোর ঘরে রেখে যাবেন,,,এটাই আমার বিশ্বাস,,,,
4 days ago | 8
চোরদের হাতে দেশ ও দেশের জনগণ নিরাপদ নয়, জবাব দিহিতার প্রশাসনিক কাঠামো তৈরি করা এখন সময়ের দাবি, এখন ঘুষখোর চাকরিজীবী দেখতে চাই না, যাদের সরকারি পরিসেবা দিয়ে বেতনে পোষায় না, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হোক। নয়তো ঘুষ বাণিজ্যে দেশের ও জনগণের ক্ষতিগ্রস্ত হবে।
4 days ago | 9
আপনি ও জনগণ সঠিক কথা বলেছেন ডাক্তার ইউনুস সাহেব আপনি আরো ক্ষমতায় 10 বছর দেশটাকে সঠিকভাবে পরিচালনা করুন জনগণের স্বার্থে এই দেশটাকে আপনি পারবেন উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে তাই আপনার মত যোগ্য ব্যক্তি বাংলাদেশে আর হবে না প্রধানমন্ত্রী ও হবে না আপনার মত আশা করি আপনি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন
4 days ago | 0
মহান আল্লাহর অশেষ রহমত এবং নিরীহ ছাএ জনতার রক্তের বিনিময়ে আমরা একজন পৃথিবীর সেরা একমাত্র নোবেল জয়ী প্রধানমন্ত্রী পেয়েছি,,, আলহামদুলিল্লাহ,,, আলহামদুলিল্লাহ,, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ্ যেনো শ্রদ্ধেও প্রধানমন্ত্রী ওনাকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ক্ষমতায় রাখেন,,, আমিন
4 days ago | 2
Daily Jaijaidin
4 days ago | [YT] | 1,671